ঢাকা     মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৯ ১৪৩১

ছবিতে ফুটবলের রাজার শেষ বিদায়

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১৯, ৩ জানুয়ারি ২০২৩   আপডেট: ১০:২৪, ৩ জানুয়ারি ২০২৩
ছবিতে ফুটবলের রাজার শেষ বিদায়

গত ২৯ ডিসেম্বর বিশ্বকে কাঁদিয়ে ওপারে পাড়ি জমালেন পেলে। ব্রাজিলের লিজেন্ডারি ফুটবলারের শেষকৃত্য অনুষ্ঠিত হচ্ছে তার ক্লাব সান্তোসের মাঠ ভিলা বেলমিরোতে। ফুটবলের রাজাকে শেষ বিদায় জানাতে সোমবার ভোর থেকেই অপেক্ষা করতে থাকেন ভক্তরা। এই মাঠে ২৪ ঘণ্টা রাখা হচ্ছে তিনবারের বিশ্বকাপ জয়ী একমাত্র ফুটবলারের মরদেহ। সেখানে শেষ শ্রদ্ধা জানাতে হাজির হয়েছেন হাজার হাজার ভক্ত। পরিবারের সদস্যরাও ছিলেন সেখানে। ফুটবল কিংবদন্তির শেষ বিদায়ের কিছু ছবি প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমে।

ভিলা বেলমিরোর মাঝখানে রাখা হয়েছিল পেলের মরদেহ।

আরো পড়ুন:

গাড়িতে করে নিয়ে আসা হয় লিজেন্ডের কফিন।

পেলের কফিন নিয়ে আসা হচ্ছে মাঠে।

পেলেকে শেষবার দেখার জন্য রাত থেকেই ভিলা বেলমিরোর বাইরে ছিলেন ভক্তরা।

পেলেকে শেষ শ্রদ্ধা জানায় ভক্তরা।

পেলেকে এক নজর দেখতে স্টেডিয়ামের বাইরে ছিল লম্বা লাইন।

সান্তোসে ১০ নম্বর জার্সি পরে খেলতেন পেলে। ওই জার্সি নম্বরের ছবি ঝুলতে দেখা গেলো মাঠের বাইরে।

পেলের সহধর্মিনী মাসিয়া আওকোর চোখে জল।

মার্সিয়া আওকিকে সান্ত্বনা দিচ্ছেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো।

পেলেকে শেষবার দেখতে লাইনে দাঁড়িয়ে ভক্তরা।

ভিলা বেলমিরো স্টেডিয়ামে শোকের ছায়া।

বয়স্ক ভক্তরাও এসেছিলেন পেলেকে এক নজর দেখতে।

এক প্রবীণ পেলে ভক্ত দর্শণার্থীদের উদ্দেশ্যে হাত নেড়ে শ্রদ্ধা জানান।

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়