ঢাকা     মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৯ ১৪৩১

পেলেকে শেষ শ্রদ্ধা জানালেন নেইমারের বাবা, জানালেন ছেলের না আসার কারণ

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪০, ৩ জানুয়ারি ২০২৩   আপডেট: ১৯:২৭, ৩ জানুয়ারি ২০২৩
পেলেকে শেষ শ্রদ্ধা জানালেন নেইমারের বাবা, জানালেন ছেলের না আসার কারণ

শেষবারের মতো ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলেকে শ্রদ্ধা জানাচ্ছে সর্বস্তরের জনগন। তাদের সঙ্গে স্থানীয় সময় সোমবার শ্রদ্ধা জানান তারকা ফুটবলার নেইমারের বাবা। সেখানে তিনি জানান কেন নেইমার আসতে পারেননি পেলেক শ্রদ্ধা জানাতে।

পিএসজি তারকার বাবা নেইমার সান্তোস সিনিয়র সংবাদমাধ্যমকে বলেন, ‘পেলের অন্তেষ্টিক্রীয়ায় নেইমার অংশ নিতে পারবেন না। আসলে এতো অল্প সময়ে ফ্রান্স থেকে ব্রাজিলে আসা সম্ভব নয়। নেইমার যেহেতু আসতে পারবে না, তাই সে আমাকে তার হয়ে পেলেকে শ্রদ্ধা জানাতে বলেছেন।’

গেল বুধবার স্ত্রাসবুর্গের বিপক্ষের ম্যাচে লাল কার্ড দেখেছিলেন নেইমার। এরপর দ্বিতীয় স্থানে থাকা লেন্সের বিপক্ষে রোববার খেলতে পারেননি তিনি। তাকে ছাড়া লেন্সের কাছে ৩-১ ব্যবধানে হেরেছিল পিএসজি।

আরো পড়ুন:

নেইমারের লাল কার্ড খাওয়া এবং পরের ম্যাচে লেন্সের কাছে হারার কারণে খেলোয়াড়দের ছাড়ছে না পিএসজি।

পেলে তার ক্যারিয়ারের প্রথম ক্লাব সান্তোসের সবুজ গালিচা থেকেই আজ চিরবিদায় নিবেন। এখানেই স্থানীয় সময় গতকাল সোমবার সকাল ১০টা থেকে আজ মঙ্গলবার সকাল ১০টা পর্যন্ত মোট ২৪ ঘণ্টা পেলেকে শেষ শ্রদ্ধা জানাতে পারছেন ভক্ত-সমর্থক ও অনুরাগীরা।

গেল বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) দিবাগত রাতে দীর্ঘ এক মাস চিকিৎসাধীন থাকার পর না ফেরার দেশে পাড়ি জমান কিংবদন্তি পেলে।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়