ঢাকা     মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৯ ১৪৩১

পেলের শবযাত্রা শুরু

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:০৪, ৩ জানুয়ারি ২০২৩   আপডেট: ২১:১০, ৩ জানুয়ারি ২০২৩
পেলের শবযাত্রা শুরু

সান্তোসের সবুজ গালিচায় দীর্ঘ ২৪ ঘণ্টা শ্রদ্ধা নিবেদন শেষে শুরু হয়েছে পেলের শবযাত্রা। স্থানীয় সময় মঙ্গলবার সকাল সাড়ে ১০টার পর শুরু হয় তার অন্তিমযাত্রা।

পেলের কফিনের সামনে ও পেছনে রয়েছে পুলিশের গাড়ী। চারপাশে আছে মোটারসাইকেলও।

আরো পড়ুন:

সান্তোসের স্টেডিয়াম ভিলা বেলমিরো থেকে সমাধিস্থল মেমোরিয়াল নেকরোপোল একিউমেনিকার পর্যন্ত পুরো রাস্তায় গাড়ী চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। পেলের কফিনের পেছনে রয়েছে গাড়ী ও মানুষের লম্বা সারি। রাস্তার দুই পাশে দাঁড়িয়ে আছেন হাজার হাজার ভক্ত-অনুরাগী। তার শেষবারের মতো বিদায় জানাচ্ছেন ফুটবলের রাজাকে।

ভিলা বেলমিরো থেকে শবযাত্রা যাবে ক্যানাল-৬ সড়ক দিয়ে। যেখানে পেলের শতবর্ষী মা থাকেন। সেখানেই শেষবারের মতো ছেলেকে দেখবেন এবং বিদায় জানাবেন তার শয্যাশায়ী মা সেলেস্তে আরানতেস।

মায়ের কাছ থেকে বিদায় নিয়ে পেলের মরদেহ যাবে ১৪ তলা বিশিষ্ট বিশ্বের সবচেয়ে উঁচু সমাধিস্থল মেমোরিয়াল নেকরোপোল একিউমেনিকায়। আনুষ্ঠানিকতা শেষে সেখানেই পরিবারের সদস্যদের উপস্থিতিতে পেলেকে সমাহিত করা হবে।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়