ঢাকা     বৃহস্পতিবার   ০৯ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৫ ১৪৩১

৩০ সেঞ্চুরিতে ব্র্যাডম্যানকে ছাড়ালেন স্মিথ

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২৭, ৫ জানুয়ারি ২০২৩  
৩০ সেঞ্চুরিতে ব্র্যাডম্যানকে ছাড়ালেন স্মিথ

মৌসুমের শুরুতে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকাকে প্রচ্ছন্ন হুমকি দিয়ে রেখেছিলেন স্টিভ স্মিথ। তিনি জানান, ছয় বছরের মধ্যে প্রথমবার ক্রিজে খুব সাচ্ছন্দ্যবোধ করছেন তিনি। অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক তার দাবির যথার্থতা প্রমাণ করেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মৌসুমের প্রথম টেস্টে অপরাজিত ডাবল সেঞ্চুরি করে।

সিডনি ক্রিকেট গ্রাউন্ডে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তৃতীয় টেস্টে ১৯০ বলে করলেন আরেকটি সেঞ্চুরি। এই বছর দারুণ এক সময় কাটানোর আভাস দিলেন তিনি। দ্বিতীয় দিন দ্বিতীয় সেশনে স্মিথ তার ক্যারিয়ারের ৩০তম টেস্ট সেঞ্চুরি করে ডোনাল্ড ব্র্যাডম্যানকে (২৯) ছাড়িয়ে যান। অস্ট্রেলিয়ার তৃতীয় সর্বোচ্চ সেঞ্চুরিয়ান ম্যাথু হেইডেনকে স্পর্শ করেন তিনি।

এই বর্ষপঞ্জিকায় স্টিভ ওয়াহকে (৩২) পেছনে ফেলে শীর্ষ সেঞ্চুরিয়ান রিকি পন্টিংয়ের (৪১) পরে অবস্থান নেওয়ার হাতছানি স্মিথের সামনে। এনিয়ে সিডনিতে চতুর্থ সেঞ্চুরি করলেন তিনি। তাতে করে বিখ্যাত এই মাঠে সর্বোচ্চ সেঞ্চুরি করার তালিকায় কেবল পন্টিংয়ের (৬) পেছনে থাকলেন তিনি। এছাড়া এই মাঠে হাজার টেস্ট রান করা ষষ্ঠ ব্যাটসম্যান হলেন স্মিথ।

আরো পড়ুন:

সেঞ্চুরি করার পর দুই বল খেলে স্মিথ বিদায় নেন ১০৪ রানে। কেশব মহারাজের বলে ফিরতি ক্যাচ দেন তিনি। এর আগে উসমান খাজার সঙ্গে ২০৯ রানের জুটি গড়েন অস্ট্রেলিয়ার এই নির্ভরযোগ্য ব্যাটসম্যান।

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়