ঢাকা     সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৯ ১৪৩১

আয়োজক ঠিক না করেই চূড়ান্ত এশিয়া কাপের সূচি

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১৩, ৫ জানুয়ারি ২০২৩  
আয়োজক ঠিক না করেই চূড়ান্ত এশিয়া কাপের সূচি

২০২৩ সালের এশিয়া কাপের সূচি চূড়ান্ত হয়েছে। আয়োজক দেশের স্বত্ব পাকিস্তানের হাতে থাকলেও ভারতের সঙ্গে বিরোধের কারণে এটি এখনও ঠিক করতে পারেনি এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। 

বৃহস্পতিবার এসিসি ২০২৩-২৪ মৌসুমের সূচি প্রকাশ করে। এ সময়ে ১৪৫টি খেলা হবে। নারী টি-টোয়েন্টি এশিয়া কাপসহ হবে ইমার্জিং এশিয়া কাপও। 

সেপ্টেম্বরে মাঠে গড়াবে এশিয়ার বিশ্বকাপ খ্যাত এই টুর্নামেন্ট। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ উপলক্ষে এশিয়া কাপ হবে ৫০ ওভারের। গত আসর হয় টি-টোয়েন্টিতে, চ্যাম্পিয়ন হয় শ্রীলঙ্কা। 

আরো পড়ুন:

আয়োজক দেশ নিয়ে ভারত-পাকিস্তানের মধ্যে বিরোধ চলছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের সেক্রেটারি ও এসিসির প্রেসিডেন্ট জয় শাহ জানিয়েছেন, তারা পাকিস্তানে খেলতে যাবেন না। নিরপেক্ষ ভেন্যুতে হবে। তৎকালীন পাকিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতি রমিজ রাজা বলেছিলেন ভারত না আসলে তারা বিশ্বকাপ খেলতে তাদের দেশে যাবে না। যদিও পিসিবির নতুন অন্তর্বর্তীকালীন সভাপতি নাজাম শেঠী এটি তুলে দিয়েছেন সরকারের কাঁধে। 

তেইশের এশিয়া কাপে সরাসরি খেলবে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও আফগানিস্তান। আরেকটি টিম আসবে বাছাইয়ের মাধ্যমে। মোট ম্যাচ হবে ১৩টি। ৬টি ম্যাচ হবে গ্রুপ পর্বে। সেরা চার দল খেলবে সুপার ফোরে, এই পর্বে হবে ৬ ম্যাচ। ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে টুর্নামেন্ট।

এ ছাড়া নারী টি-টোয়েন্টি এশিয়া কাপ অনুষ্ঠিত হবে ২০২৪ সালের সেপ্টেম্বরে। এ বছরের জুলাইয়ে ইমার্জিং কাপে লড়বে বাংলাদেশসহ ৮টি দেশ। ৩টি দলকে আসতে হবে বাছাইপর্ব পেরিয়ে।  ২০২৩-২৪ এ অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ আয়োজনের কথাও জানায় এসিসি।

ঢাকা/রিয়াদ/ফাহিম

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়