ঢাকা     রোববার   ০৫ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২১ ১৪৩১

‘ল্যাঙ্গারকে চুক্তির প্রস্তাব মুখে লাথি মারার মতো’

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:০৫, ১০ জানুয়ারি ২০২৩  
‘ল্যাঙ্গারকে চুক্তির প্রস্তাব মুখে লাথি মারার মতো’

অস্ট্রেলিয়াকে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতানোর পর লম্বা সময়ের জন্য প্রধান কোচের দায়িত্বে থেকে যাওয়ার প্রত্যাশা করেছিলেন জাস্টিন ল্যাঙ্গার। কিন্তু চার বছরের প্রাথমিক চুক্তি শেষে সাবেক ওপেনারকে মাত্র ছয় মাসের চুক্তির প্রস্তাব দেয় ক্রিকেট অস্ট্রেলিয়া। তা গ্রহণ করেননি, পদত্যাগ করেন। ল্যাঙ্গার কোচের দায়িত্ব ছাড়ার পর তোপের মুখে পড়ে সিএ। এবার এই আলোচিত ইস্যু নিয়ে ডেভিড ওয়ার্নারের প্রতিক্রিয়া জানা গেলো।

শুক্রবার প্রাইম ভিডিওতে মুক্তি পাচ্ছে দ্য টেস্ট ডকুমেন্টারির দ্বিতীয় সিজন, যেখানে ল্যাঙ্গারের কোচ হিসেবে পদত্যাগ ও ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে বিরোধ উঠে এসেছে। মেয়াদ বাড়ানোর সুযোগ না রেখে ছয় মাসের চুক্তিকে প্রহসন বলেছেন সাবেক অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা। বর্তমান ওপেনার ওয়ার্নারের মতে, এই প্রস্তাব ছিল ল্যাঙ্গারের মুখে লাথি মারার মতো।

ডকুমেন্টারিতে অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ের আসরের সেরা খেলোয়াড়কে বলতে শোনা যায়, ‘তিনি কোচিংয়ে থাকতে চেয়েছিলেন। কিন্তু তাকে ছয় মাসের চুক্তির প্রস্তাব দেওয়া ছিল অনেকটা তার মুখে লাথি মারার মতো।’

আরো পড়ুন:

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়