ঢাকা     বৃহস্পতিবার   ৩১ অক্টোবর ২০২৪ ||  কার্তিক ১৫ ১৪৩১

লিভারপুল-চেলসির ম্যাচে কেউ জিতেনি

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৫১, ২১ জানুয়ারি ২০২৩   আপডেট: ২২:৫৯, ২১ জানুয়ারি ২০২৩
লিভারপুল-চেলসির ম্যাচে কেউ জিতেনি

ইংলিশ প্রিমিয়ার লিগে শনিবার রাতে মুখোমুখি হয়েছিল লিভারপুল ও চেলসি। অলরেডদের ঘরের মাঠের এই ম্যাচে কেউ জেতেনি। গোলশূন্য ড্রয়ে শেষ হয়েছে ম্যাচটি।

এই ড্রয়ে ১৯ ম্যাচ থেকে ২৯ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট টেবিলের অষ্টম স্থানে অবস্থান নিয়েছে লিভারপুল। অন্যদিকে ২০ ম্যাচ থেকে সমান ২৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দশম স্থানে আছে চেলসি। ৪৭ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা আর্সেনালের সঙ্গে তাদের পয়েন্ট ব্যবধান ১৮!

লিভারপুলের মাঠে অবশ্য শুরুতে বল জালে জড়িয়েছিলেন চেলসির কাই হাভার্টজ। এ সময় থিয়াগো সিলভার নেওয়া শট রিবাউন্ড হয়ে ফিরে আসে এবং সেটা থেকে বল জালে জড়ান হাভার্টজ। কিন্তু ভিএআর রিভিউতে দেখা যায় সিলভা আগেই অফসাউড হয়েছিলেন। সে কারণে গোলটি বাতিল হয়।

আরো পড়ুন:

এদিন লিভারপুলের কোচ জার্গেন ক্লপ তার কোচিং ক্যারিয়ারের ১০০০তম ম্যাচে ডাগআউটে দাঁড়ান। গুরুর মাইলফলক ছোঁয়ার ম্যাচটি জয় দিয়ে রাঙতে চেয়েছিলেন সালাহ-গাকপোরা। শুরু থেকে বেশ আত্মবিশ্বাসী পারফরম্যান্সও করছিল তারা। কিন্তু প্রথমার্ধে গাকপো দারুণ এক সুযোগ মিস করে দলকে এগিয়ে নিতে ব্যর্থ হন। শেষ পর্যন্ত ঘরের মাঠে ব্লুজদের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়তে হয় ক্লপের শিষ্যদের।

ঢাকা/আমিনুল


সর্বশেষ

পাঠকপ্রিয়