ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৯ ১৪৩১

ইনজুরি নিয়ে নাটকীয়তার গুঞ্জনে ক্ষুব্ধ জোকোভিচ

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪১, ২৪ জানুয়ারি ২০২৩   আপডেট: ১৪:৪৩, ২৪ জানুয়ারি ২০২৩
ইনজুরি নিয়ে নাটকীয়তার গুঞ্জনে ক্ষুব্ধ জোকোভিচ

চলমান অস্ট্রেলিয়ান ওপেনে ইনজুরি নিয়ে মিথ্যাচারের অভিযোগ উঠেছে টেনিস তারকা নোভাক জোকোভিচের বিরুদ্ধে। সংবাদ সম্মেলনে সেটির প্রসঙ্গ উঠতে রেগে আগুন জোকোভিচ। 

এই অভিযোগের বিষয়টি উড়িয়ে দিয়ে জোকোভিচ বলেন, ‘এসব মানুষদের সন্দেহ করার জন্য ছেড়ে দিলাম। তাদের সন্দেহ করতে দিন।’

জোকোভিচের দাবি, ওয়ার্মআপ টুর্নামেন্ট থেকে হ্যামস্ট্রিং ইনজুরিতে ভুগছেন তিনি। কিন্তু তার খেলা দেখে অনেকেই বলছেন কোনো ইনজুরি নেই। ইতোমধ্যে জোকোভিচ অস্ট্রেলিয়ান ওপেনে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছেন। 

আরো পড়ুন:

পাল্টা অভিযোগের সুরে জোকোভিচ বলেন, ‘শুধু আমার ইনজুরি নিয়েই প্রশ্ন ওঠে। যখন অন্যরা ইনজুরিতে পড়ে তখন তারা ভুক্তভোগী। আর যখন আমার ইনজুরি তখন এটি মিথ্যাচার। এটি দারুণ মজার বিষয়। আমি মনে করি না কারো কাছে আমার কিছু (ইনজুরি) প্রমাণ করার প্রয়োজন আছে।’

২০২১ সালে জোকোভিচ করোনার ভ্যাকসিন না দেওয়ায় অস্ট্রেলিয়া থেকে বিতাড়িত হয়েছিলেন। এবার এই সার্বিয়ান তারকার বিরুদ্ধে উঠলো ইনজুরি নিয়ে মিথ্যাচারের অভিযোগ। তবে সবকিছু ছাপিয়ে তার মনোযোগ খেলাতেই।

ঢাকা/রিয়াদ/ফাহিম

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়