ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

বিপিএলে খেলার মাঝে মন্ত্রী হলেন ওয়াহাব 

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২৮, ২৭ জানুয়ারি ২০২৩   আপডেট: ১৭:২৯, ২৭ জানুয়ারি ২০২৩
বিপিএলে খেলার মাঝে মন্ত্রী হলেন ওয়াহাব 

পাকিস্তানের অভিজ্ঞ পেসার ওয়াহাব রিয়াজ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলার মাঝামাঝি সময়ে মন্ত্রীত্বের দায়িত্ব পেলেন।

চলমান বিপিএলে খুলনা টাইগার্সে খেলা এই বাঁহাতি পেসারকে পাঞ্জাব তত্বাবধায়ক সরকারের ক্রীড়া মন্ত্রী করা হয়েছে। 

পাকিস্তানের খেলাধুলা বিষয়ক জনপ্রিয় চ্যানেল ‘এ’ স্পোর্টস এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মহসীন নাকভির অধীনে ক্রীড়া মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন ওয়াহাব। 

আরো পড়ুন:

৩৭ বছর বয়সী ওয়াহব দেশের হয়ে সব সংস্করণ মিলিয়ে ১৫৬ ম্যাচ খেলে ২৩৭ উইকেট নিয়েছেন। তিনি ২০১৭ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী দলের সদস্য। 

চলমান বিপিএলে খেলছেন দারুণ। দুবার চার উইকেটসহ নিয়েছেন ১২ উইকেট। দেশের হয়ে তিনি সবশেষ খেলেছেন ২০২০ সালের ডিসেম্বরে, নিউ জিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টিতে। 

ঢাকা/রিয়াদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়