ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

অস্ট্রেলিয়ান ওপেন জিতে নাদালকে ছুঁলেন জকোভিচ

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:০৩, ২৯ জানুয়ারি ২০২৩   আপডেট: ২১:১৭, ২৯ জানুয়ারি ২০২৩
অস্ট্রেলিয়ান ওপেন জিতে নাদালকে ছুঁলেন জকোভিচ

অস্ট্রেলিয়ান ওপেনের রেকর্ড দশম শিরোপা জিতেছেন নোভাক জকোভিচ। মেলবোর্নের রড লেভার অ্যারেনায় রোববার রাতে পুরুষ এককের ফাইনালে স্টেফানোস সিটসিপাসকে ৬-৩, ৭-৬, ৭-৬ (৭ /৫) গেমে হারিয়ে চ্যাম্পিয়ন হন তিনি।

এটার ছিল তার ক্যারিয়ারের ২২তম গ্র্যান্ডস্লাম। এর মধ্য দিয়ে তিনি ছুঁয়ে ফেলেন রাফায়েল নাদালকে। নাদাল সর্বোচ্চ ২২টি গ্র্যান্ডস্লাম জিতে এতোদিন ছিলেন শীর্ষে। এবার অস্ট্রেলিয়ান ওপেন জিতে তার পাশে জায়গা করে নিলেন সার্বিয়ান তারকা।

ফাইনালের প্রথম সেটে জকোভিচের সামনে দাঁড়াতেই পারেননি সিটসিপাস। হার মানেন ৬-৩ ব্যবধানে। অবশ্য দ্বিতীয় সেটে লড়াই জমিয়ে তুলে হার মানেন ৭-৬ (৭-৪) ব্যবধানে। ২-০ তে পিছিয়ে পড়ে সেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেননি। তৃতীয় সেটে লড়াই করেও হেরে যান ৭-৬ (৭-৫) ব্যবধানে। তাতে ৩-০ সেটের দাপুটে জয়ে দশম শিরোপা বগলদাবা করেন সাবেক নাম্বার ওয়ান তারকা জকোভিচ।

আরো পড়ুন:

তরুণদের অনুপ্রেরণা দিয়ে জকোভিচ বলেন, ‘আমি গ্রিস এবং সার্বিয়া সম্পর্কে কিছু কথা বলে শেষ করতে চাই। আমরা তুলনামূলকভাবে দুটি ছোট দেশ থেকে এসেছি, যেখানে সত্যি বলতে টেনিস ঐতিহ্য নেই। আমাদের সামনে দেখার মতো, অনুপ্রেরণা পাওয়ার মতো খেলোয়াড় ছিল না।’

‘আমি মনে করি বিশ্বের যেকোনো তরুণ টেনিস খেলোয়াড়ের জন্য এটা একটা পরিস্কার বার্তা। আমরা এখন যেখানে আছি সেখানে থাকার স্বপ্ন দেখ, বড় স্বপ্ন দেখ। যেকোনো কিছুই সম্ভব। কাউকে স্বপ্ন কেড়ে নিতে দেবে না।’

অস্ট্রেলিয়ান ওপেন জিতে আবার নাম্বার ওয়ান টেনিস তারকা হয়েছেন জকোভিচ। ফিরেছেন র‌্যাংকিংয়ের শীর্ষে।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়