‘অনেক কষ্ট আর ফাইনাল হারের পর ঈশ্বর আমার জন্য বিশ্বকাপ রেখে দিয়েছিলেন’
লিওনেল মেসি বিশ্বকাপ জিতেছেন, কারণ ঝকঝকে সোনালি রঙয়ের ট্রফিটা তাকে বেছে নিয়েছিল। আর্জেন্টিনার তারকা সোমবার এক রেডিও সাক্ষাৎকারে এই বিশ্বাসের কথা জানান।
৩৫ বছর বয়সী ফরোয়ার্ড গত মাসের ফাইনালে দুটি গোল ও শুটআউটের লক্ষ্যভেদে দেশকে তৃতীয় বিশ্বকাপ ট্রফি এনে দেন। ফ্রান্সের বিপক্ষে নির্ধারিত ও অতিরিক্ত সময়ে ৩-৩ গোলের পর টাইব্রেকারে জেতেক তারা।
আর্জেন্টাইন আরবানা প্লে রেডিও স্টেশনকে মেসি বললেন, ‘কাপটা আমাকে ডাকছিল, এটা আমাকে বলছিল: আসো, আমাকে জড়িয়ে ধরো। এখন তুমি আমাকে ছুঁতে পারো।’
ট্রফির সামনে কতটা আবেগ কাজ করেছিল মেসির মনে, সেটা প্রকাশ পেলো একটি কথায়, ‘আমি দেখলাম সুন্দর স্টেডিয়ামে এটি জ্বলজ্বল করছে। এটাকে চুমু দিতে আমি কোনো দ্বিধা করিনি।’
২০১৪ সালের ফাইনালে জার্মানির কাছে হার। অবশেষে নিজের পঞ্চম ও শেষ বিশ্বকাপে উঁচিয়ে ধরলেন বহুল আকাঙ্ক্ষিত ট্রফি। কোপা আমেরিকার ফাইনালে তিনবার হারের পর ২০২১ সালে সিনিয়র পর্যায়ে প্রথম ট্রফি জেতেন মেসি। কিন্তু বিশ্বকাপ ট্রফির স্বাদ ছিল অনন্য, ‘অনেক কষ্টের পর, অনেক ফাইনাল হারের পর ঈশ্বর এটা আমার জন্য রেখে দিয়েছিলেন। আমি জানতাম তিনি এটা আমাকে দেবেন। আমার মধ্যে এই অনুভূতি হতো।’
বিশ্বকাপ জিতে অর্জনের খাতা পরিপূর্ণ করেছেন মেসি। আর কিছুই বাকি নেই তার পাওয়ার, ‘এই তো, আর কিছু বাকি নেই। জাতীয় দল, বার্সেলোনার সঙ্গে আমি সবকিছু অর্জন করেছি, ব্যক্তিগতভাবেও।’
ঢাকা/ফাহিম