ঢাকা     বৃহস্পতিবার   ৩১ অক্টোবর ২০২৪ ||  কার্তিক ১৫ ১৪৩১

হাথুরুসিংহের সহকারী হচ্ছেন খালেদ মাহমুদ!

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪০, ৭ ফেব্রুয়ারি ২০২৩   আপডেট: ১৯:৫৭, ৭ ফেব্রুয়ারি ২০২৩
হাথুরুসিংহের সহকারী হচ্ছেন খালেদ মাহমুদ!

চন্ডিকা হাথুরুসিংহকে জাতীয় দলের কোচ হিসেবে নিয়োগ দেওয়ার পাশাপাশি সহকারী কোচ হিসেবেও কাউকে নিয়োগ দেওয়ার কথা চিন্তা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন কোচ হিসেবে হাথুরুসিংহের নাম ঘোষণার দিনই জানিয়েছেন, ব্যস্ত সূচির কারণে একজন কোচের পক্ষে জাতীয় দলের সব বিভাগে কাজ করা কঠিন। এজন্য একজন সহকারী কোচ নিয়োগ দেবো।’

বিসিবি সভাপতি নিশ্চিত করেছিলেন ২৪ ফেব্রুয়ারির মধ্যেই সহকারী কোচের নাম ঘোষণা করা হবে। বিসিবির পরিচালক খালেদ মাহমুদ সুজন মঙ্গলবার জানালেন সহকারী কোচ হিসেবে হাথুরুসিংহে তাকে ইনফ্লুয়েন্স করেছেন। দুজনের মধ্যে এ নিয়ে বিস্তারিত আলোচনাও হয়েছে।

আরো পড়ুন:

শ্রীলঙ্কান এ কোচ দেশে ফিরলেই বাকি আলোচনা সারবেন তারা। সহকারী হিসেবে হাথুরুসিংহে খালেদ মাহমুদকে পছন্দ করছেন এমন আভাস পাওয়া গেল তার কণ্ঠে, ‘হাথুরুসিংহের সাথে আমার একটা ভালো সম্পর্ক আছে। এরই মধ্য ওর সাথে আমার ফোনে আলাপ হয়েছে এবং এই ব্যাপারটা (সহকারী) নিয়ে আমার সাথে একটা ব্রিফ আলাপ হয়েছে। ও অনেক ইতিবাচক। ও চায় একটা বড় ম্যানেজমেন্ট থাকুক, যেখানে স্থানীয় কোচিং স্টাফ থাকুক। দল বাইরে চলে গেলে যাতে অন্যান্য প্লেয়াররা অনুশীলন করতে পারে। এই ব্যাপারে ও আমাকে ইনফ্লুয়েন্স করেছে। ও আসলে আমরা এটা নিয়ে কাজ করতে পারব। আমি আশা করি এবার এটা নিয়ে স্বার্থক হব।’

দ্বিতীয় মেয়াদে ফিরে হাথুরুসিংহে ভালো করবে বলেই বিশ্বাস করেন খালেদ মাহমুদ, ‘হাথুরুসিংহে বাংলাদেশের জন্য কাজ করে গেছে। আমাদের খেলোয়াড়দের খুব ভালো চিনে। আমাদের ক্রিকেট ভালোভাবেই ওর নখদর্পণে আছে। আশা করছি ভালো কিছু হবে। বাকিটা সময় বলবে। যখন প্রথম এসেছিল বয়স ৪৬ ছিল, ইয়াং ছিল। এখন অনেক অভিজ্ঞ হয়েছে। আমরা ম্যাচিউরড হাথুরুকে পাবো। ভালো হওয়ার চিন্তা করেই তো বিসিবি ওকে আনছে। আশা করছি ভালো কিছু হবে।’

ইয়াসিন/আমিনুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়