ঢাকা     শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১৩ ১৪৩১

চূড়ান্ত হলো পরের আইএল টি-টোয়েন্টি শুরুর তারিখ

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৬, ১৮ ফেব্রুয়ারি ২০২৩   আপডেট: ১৬:২৮, ১৮ ফেব্রুয়ারি ২০২৩
চূড়ান্ত হলো পরের আইএল টি-টোয়েন্টি শুরুর তারিখ

ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টির (আইএল টি-টোয়েন্টি) দ্বিতীয় মৌসুম শুরু হবে ২০২৪ সালের ১৩ জানুয়ারি।

দুবাইয়ে গালফ জায়ান্টস উদ্বোধনী আসরের চ্যাম্পিয়ন হওয়ার এক সপ্তাহ না যেতেই সংযুক্ত আরব আমিরাতভিত্তিক এই টি-টোয়েন্টি লিগের দ্বিতীয় আসর শুরুর তারিখ ঘোষণা করা হলো শনিবার।

আইএল টি-টোয়েন্টি এক বিবৃতিতে জানায়, ‘২০২৩ সালের বিশ্ব আইএল টি-টোয়েন্টির বিশাল সাফল্য শেষে দ্বিতীয় মৌসুমের কাজ শুরু হয়ে গেছে, যা শুরু হচ্ছে ২০২৪ সালের ১৩ জানুয়ারি শনিবার থেকে। দ্বিতীয় আসরও একইভাবে ৩৪ ম্যাচের ফরম্যাটে হবে, ফাইনালসহ চারটি প্লে অফ। টুর্নামেন্ট সূচি শিগগিরই জানিয়ে দেওয়া হবে।’   

আরো পড়ুন:

এই বছর নতুন দুটি ফ্র্যাঞ্চাইজি লিগের একটি আইএল টি-টোয়েন্টি, অন্যটি ক্রিকেট সাউথ আফ্রিকার এসএ২০। দুটো লিগেই আইপিএলের মালিকানার একাধিক ক্লাব থাকায় এবং সূচি সাংঘর্ষিক হওয়ায় নানা আলোচনা হয়েছিল। একই সময়ে বিগ ব্যাশ লিগ ও বাংলাদেশ প্রিমিয়ার লিগও চলেছে। ২০২৪ সালেও বিশ্বের নানা ফ্র্যাঞ্চাইজি লিগের সঙ্গে আইএল টি-টোয়েন্টির সংঘর্ষ হয় কি না, সেটাই দেখার অপেক্ষা।

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়