বোর্ডার-গাভাস্কার ট্রফিতে খেলা হচ্ছে না হ্যাজেলউডের
ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিডনি ক্রিকেট গ্রাউন্ডের আউটফিল্ডে দৌড়াতে গিয়ে অ্যাকিলিস টেন্টনে আক্রান্ত হন জশ হ্যাজেলউড। তারপরও তাকে নিয়ে ভারতে যায় অস্ট্রেলিয়া। আশা ছিল, বোর্ডার-গাভাস্কার ট্রফির শেষ দিকে পাওয়া যাবে তাকে। কিন্তু পায়ের গোড়ালির পেছনের ওই চোট এখনো সেরে ওঠেনি। পুরো টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন অজি ফাস্ট বোলার।
সিডনিতে পুনর্বাসন কর্মসূচিতে অংশ নিতে দেশে ফিরে যাবেন হ্যাজেলউড। ৩২ বছর বয়সী ফাস্ট বোলার গত দুটি মৌসুম ধরে সাইড স্ট্রেইনে ভুগছিলেন এবং সবশেষ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রত্যাবর্তনের সিরিজে নতুন চোট পান।
দলের প্রধান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড হ্যাজেলউডের ছিটকে যাওয়ার খবর নিশ্চিত করেছেন। একই সঙ্গে ডেভিড ওয়ার্নারকে নিয়েও শঙ্কা প্রকাশ করেছেন তিনি। দিল্লি টেস্টে কনকাশন সাব হয়ে মাঠ ছাড়েন অজি ওপেনার। একই সঙ্গে কনুইয়ে পান আঘাত।
সোমবার ম্যাকডোনাল্ড বলেন, ‘জশ হ্যাজেলউড ছিটকে গেছে, সে দেশে ফিরে যাচ্ছে। (ওয়ার্নারের) এখনো ব্যথা আছে। এখানে আসার আগে আমাদের বৈঠক হয়েছিল। ডেভিকে নিয়ে এই মুহূর্তে কোনো সিদ্ধান্ত নেওয়ার তাড়া নেই।’
ওয়ার্নার খেলতে না পারলে ট্র্যাভিস হেডকে ওপেনিংয়ে দেখা যেতে পারে। দিল্লিতে দ্বিতীয় ইনিংসে তাকেই এই পজিশনে নামানো হয়েছিল। কাউন্টার অ্যাটাকিংয়ে ৪৩ রান করে মুগ্ধতা ছড়ান তিনি।
এছাড়া ম্যাকডোনাল্ড নিশ্চিত করেছেন, ইন্দোর টেস্টের জন্য শতভাগ ফিট অলরাউন্ডার ক্যামেরন গ্রিন। মিচেল স্টার্ককেও দেখা যেতে পারে একাদশে।
ঢাকা/ফাহিম