ঢাকা     শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৭ ১৪৩১

ওয়েলিংটনে রুট-ব্রুকে দুর্নিবার ইংল্যান্ড

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২৪, ২৪ ফেব্রুয়ারি ২০২৩  
ওয়েলিংটনে রুট-ব্রুকে দুর্নিবার ইংল্যান্ড

কী দারুণ শুরুটাই না করেছিল নিউ জিল্যান্ড! ২১ রানের মধ্যে ইংল্যান্ডের প্রথম তিন ব্যাটসম্যান প্যাভিলিয়নে। ওয়েলিংটন টেস্টের প্রথম দিনে সাত ওভার ছিল নিউ জিল্যান্ডের, তারপর নিয়ন্ত্রণ চলে যায় ইংল্যান্ডের হাতে। ৩ উইকেটে ৩১৫ রান তাদের।

সকাল দেখলেই বোঝা যায়, দিনটা কেমন যাবে- এই প্রবাদ মিথ্যে প্রমাণ করে দুর্নিবার জো রুট ও হ্যারি ব্রুক। বৃষ্টির কারণে তৃতীয় সেশন পুরোপুরি শেষ হয়নি। এর আগে চলেছে দুই ইয়র্কশায়ার ব্যাটসম্যানের দাপট। দিন শেষে তাদের জুটি ২৯৪ রানের।

দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তানের বিপক্ষে সবশেষ সিরিজে ব্যাটে ছিল না রান। সমালোচনার ইতি টানলেন রুট দিনের শেষ বলে সেঞ্চুরি মেরে। টেস্টের ২৮তম শতক হাঁকান তিনি ১৮২ বল খেলে, ১০১ রানে অপরাজিত তিনি। 

আরো পড়ুন:

অন্যদিকে ব্রুক হাতছানি পাচ্ছেন প্রথম ডাবল সেঞ্চুরির। ক্যারিয়ারের নবম ইনিংসেই আটশর মাইলফলকে ঢুকেছেন তিনি। ২৪ বছর বয়সী ডানহাতি ব্যাটসম্যান খেলেছেন গতিময় ইনিংস। ১৬৯ বলে ২৪ চার ও ৫ ছয়ে ১৮৪ রানে অপরাজিত আছেন। ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরিকে দুইশর ঘরে নিতে পারেন কি না সেটাই দেখার।

এর আগে নিজের পরপর দুই ওভারে জ্যাক ক্রলি (২) ও ওলি পোপকে (১০) ফেরান ম্যাট হেনরি। সপ্তম ওভারে বেন ডুকেট (৯) হন টিম সাউদির শিকার। দারুণ এই শুরু মাটি করে দেন ব্রুক ও রুট।

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়