৭০০ গোলে রোনালদোর এলিট ক্লাবে মেসি
রেকর্ড গড়তে ও ভাঙতে পছন্দ করেন লিওনেল মেসি। পাশাপাশি নতুন নতুন মাইলফলক ছুঁতেও ভালোবাসেন তিনি। এই যেমন রোববার রাতে নতুন এক মাইলফলক স্পর্শ করলেন আর্জেন্টাইন অধিনায়ক।
এদিন মার্সেলির বিপক্ষে পিএসজির ৩-০ গোলের জয়ের ম্যাচে ২৯ মিনিটে গোল করেন মেসি। এটি ছিল তার ক্লাব ক্যারিয়ারের ৭০০তম গোল। অর্থাৎ এদিন তিনি ফুটবল ইতিহাসে দ্বিতীয় কোনো খেলোয়াড় হিসেবে ৭০০ গোলের মাইলফলক স্পর্শ করেন।
তার আগে এই তালিকায় স্থান করে নিয়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। ২০২২ সালের ১২ অক্টোবরে এভারটনের বিপক্ষে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে গোল করে ৭০০ গোলের এলিট ক্লাব তৈরি করেছিলেন পর্তুগীজ তারকা। রোনালদোর প্রায় পাঁচ মাস পর এই ক্লাবে প্রবেশ করলেন মেসিও। বর্তমানে রোনালদোর গোল সংখ্যা ৭০৯।
মেসি তার ৭০০ গোলের ৬৭২টিই করেছেন বার্সেলোনার হয়ে। সেখান থেকে প্যারিস সেন্ত জার্মেইতে যোগ দেওয়ার পর করেন ২৮টি গোল। ৭০০ গোল করতে মেসি ম্যাচ খেলেছেন ৮৪০টি। ক্রিস্টিয়ানো রোনালদোর চেয়ে ১০৩ ম্যাচ কম খেলে এই মাইলফলক স্পর্শ করেন তিনি।
এক মৌসুমে মেসির সর্বোচ্চ গোলের রেকর্ড ৭৩। যা তিনি করেছিলেন ২০১১-১২ মৌসুমে।
ক্লাব ফুটবলে সবচেয়ে বেশি গোল করা পাঁচ ফুটবলার:
নাম | গোল |
ক্রিস্টিয়ানো রোনালদো | ৭০৯ |
লিওনেল মেসি | ৭০০ |
পেলে | ৬৭৯ |
রোমারিও | ৬৭৫ |
যোসেফ বিকান | ৬৬৪ |
ঢাকা/আমিনুল