ঢাকা     রোববার   ১৫ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩১

প্রথম মাসেই মাস সেরা হলেন রোনালদো

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৫৫, ১ মার্চ ২০২৩   আপডেট: ২১:০৩, ১ মার্চ ২০২৩
প্রথম মাসেই মাস সেরা হলেন রোনালদো

সৌদি আরবের ক্লাব আল নাসেরে যোগ দিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। সৌদি প্রো লিগে তার অভিষেকটা হয়েছে দুর্দান্ত।

অভিষেকে গোল পাননি। পরের ম্যাচেই খোলেন গোলের খাতা। তৃতীয় ম্যাচে হ্যাটট্রিকসহ করেন চার গোল। পরের ম্যাচে গোল না পেলেও করেন দুই অ্যাসিস্ট। আর পঞ্চম ম্যাচে আবারও করেন হ্যাটট্রিক।

তাতে ৫ ম্যাচে তার গোল সংখ্যা ৮। অ্যাসিস্ট ২। এমন দুর্দান্ত পারফরম্যান্সে ভর করে সৌদি প্রো লিগের ফেব্রুয়ারি মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন পর্তুগীজ সুপারস্টার। যা আল নাসেরে যোগ দেওয়ার পর তার পাওয়া প্রথম কোনো পুরস্কার।

আরো পড়ুন:

সৌদি প্রো লিগের ক্লাবগুলো ইতোমধ্যে ১৮টি করে ম্যাচ খেলেছে। তার মধ্যে সতীর্থ অ্যান্ডারসন তালিসকা ১৩ গোল করে শীর্ষে আছেন। রোনালদো ৫ ম্যাচে ৮ গোল করে তাকে ধরার দৌড়ে আছেন।

আল নাসের শুক্রবার মাঠে নামবে আল-বাতিনের বিপক্ষে।

ঢাকা/আমিনুল


সর্বশেষ

পাঠকপ্রিয়