২৪ ঘণ্টার ব্যবধানে শামীমকে বাদ দিয়ে তৃতীয় ওয়ানডের দল ঘোষণা
শামীম হোসেন পাটোয়ারি
ইংল্যান্ড সিরিজের শেষ ও তৃতীয় ওয়ানডের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সিরিজের আগে ঘোষিত দুই ওয়ানডের জন্য ১৪ সদস্যের দলই বহাল রেখেছেন নির্বাচকরা। মাঝে দ্বিতীয় ওয়ানডেতে ডাক পাওয়া শামীম হোসেন পাটোয়ারির জায়গা হয়নি এই দলে।
শুক্রবার (৩ মার্চ) রাতে এক বিবৃতিতে বিসিবি জানায়, প্রথম দুই ওয়ানডের জন্য ঘোষিত দলই অপরিবর্তিত রেখে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচের দল ঘোষণা করা হয়েছে।
এর আগে গতকাল সন্ধ্যায় হঠাৎ করে শামীমকে দলে অন্তর্ভুক্ত করা হয়। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু জানিয়েছিলেন, ফিল্ডিংয়ের প্রয়োজন হলে শামীমকে ব্যবহার করা হবে। কিন্তু, আজ বাংলাদেশ ফিল্ডিং খারাপ করলেও তাকে নামানো হয়নি। এক ম্যাচ না যেতেই আবার তাকে বাদ দেওয়া হলো।
টানা দুই ম্যাচ হেরে ইতোমধ্যে ওয়ানডে সিরিজ খুইয়েছে বাংলাদেশ। ৬ মার্চ চট্টগ্রামে শেষ ম্যাচটি বাংলাদেশের জন্য হোয়াইটওয়াশ এড়ানোর লড়াই।
১৪ সদস্যের বাংলাদেশ দল:
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন কুমার দাশ, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, ইবাদত হোসেন চৌধুরী, তাইজুল ইসলাম ও তৌহিদ হৃদয়।
রিয়াদ/রফিক