ঢাকা     রোববার   ২২ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

সাদমানের ডাবল সেঞ্চুরিতে রান পাহাড়ে সাউথ জোন

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২৬, ৫ মার্চ ২০২৩  
সাদমানের ডাবল সেঞ্চুরিতে রান পাহাড়ে সাউথ জোন

বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ফাইনালে কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে লড়ছে সাউথ জোন ও সেন্ট্রাল জোন। টস জিতে প্রথম দিন ব্যাট করতে নামা সাউথ জোন আজ রোববার দ্বিতীয় দিনে ৫ উইকেট হারিয়ে ৫০০ রান তুলে ইনিংস ঘোষণা করে। সেটা সম্ভব হয়েছে সাদমান ইসলামের প্রথম শ্রেণির ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরিতে (২৪৬) ভর করে। সঙ্গে মার্শাল আইয়্যুব সেঞ্চুরি করে অবদান রেখেছেন।

জবাবে সাউথ জোন ব্যাট করতে নেমে ১১ ওভারে বিনা উইকেটে ৩৩ রান তুলে দ্বিতীয় দিন শেষ করেছে। ক্রিজে আছেন আব্দুল মাজিদ ১৬ রানে ও সৌম্য সরকার ১৫ রানে। তারা দুজন আগামীকাল সোমবার তৃতীয় দিনে ব্যাট করতে নামবেন।

তার আগে সাদমান ইসলাম ও ফজলে মাহমুদের ব্যাটে ভর করে ৩ উইকেট হারিয়ে ২৩৪ রান তুলে প্রথম দিন শেষ করেছিল সাউথ জোন। সাদমান গতকাল তার প্রথম শ্রেণির ক্যারিয়ারের দ্বাদশ সেঞ্চুরি তুলে নিয়ে অপরাজিত ছিলেন ১৩০ রানে। তার সঙ্গে ফজলে মাহমুদ ৫৫ রানে অপরাজিত ছিলেন।

আরো পড়ুন:

আজ দ্বিতীয় দিনে দলীয় ২৫১ রানের মাথায় ফজলে মাহমুদ ৬১ রান করে আউট হন। এরপর সাদমান ও মার্শাল আইয়্যুব পঞ্চম উইকেটে ২১৮ রানের জুটি গড়েন। দলীয় ৪৬৯ রানের মাথায় ফেরেন সাদমান। তিনি ৬৭৪ মিনিট ক্রিজে থেকে, ৪৪৮ বল মোকাবিলা করে ২৯টি চার ও ৩ ছক্কায় ২৪৬ রানের ইনিংস খেলে যান। যা তার প্রথম শ্রেণির ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি ও ক্যারিয়ার সেরা ইনিংস। এর আগে তার ক্যারিয়ার সেরা ইনিংস ছিল ১৮৯ রানের।

সাদমান আউট হলেও মার্শালকে আউট করা যায়নি। তিনি ২১৪ বলে ৯ চারে ১২০ রানে অপরাজিত থাকেন। তার সঙ্গে মইন খান ২ চার ও ১ ছক্কায় ১৮ রানে অপরাজিত থাকেন। তাতে ৫ উইকেট হারিয়ে ৫০০ রান তুলে ইনিংস ছেড়ে দেয় সাউথ জোন।

বল হাতে সেন্ট্রাল জোনের হাসান মুরাদ ২টি উইকেট নেন। ১টি করে উইকেট নেন আবু হায়দার রনি, মুশফিক হাসান ও মোহাম্মদ মিথুন।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়