ঢাকা     শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১৩ ১৪৩১

ইন্দোর পিচ নিয়ে আইসিসিকে চ্যালেঞ্জ জানাবে ভারত

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩৪, ৭ মার্চ ২০২৩   আপডেট: ১৪:৪৪, ৭ মার্চ ২০২৩
ইন্দোর পিচ নিয়ে আইসিসিকে চ্যালেঞ্জ জানাবে ভারত

ভারত-অস্ট্রেলিয়ার মধ্যকার তৃতীয় টেস্টটি হয়েছিল ইন্দোরে। সেখানকার মরা পিচে তৃতীয় দিনের প্রথম সেশনেই ৯ উইকেটে জয় তুলে নেয় অস্ট্রেলিয়া। ম্যাচ শেষে ইন্দোরের পিচকে ‘পুউর তথা মন্দ’ বলে চিহ্নিত করে আইসিসি। পাশাপাশি ৩টি ডিমেরিট পয়েন্টও দেয়।

৪ মার্চ থেকে ১৪ দিনের মধ্যে এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার সুযোগ রাখা হয়েছিল। সেই সুযোগ কাজে লাগিয়ে আইসিসির কাছে ম্যাচ রেফারি ক্রিস বোর্ডের পাঠানো সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানাতে পারে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (বিসিসিআই)।

এ বিষয়ে বিসিসিআই-এর এক কর্মকর্তা বলেছেন, ‘আমরা বিষয়টি খুব সাবধানতা ও সতর্কতার সঙ্গে বিবেচনা করে তারপর সিদ্ধান্ত নিবো।’

আরো পড়ুন:

এর আগে গেল বছর পাকিস্তান ক্রিকেট বোর্ড রাওয়ালপিন্ডি ভেন্যুকে ডিমেরিট পয়েন্ট দেওয়ার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে জিতেছিল এবং ডিমেরিট পয়েন্ট উঠে গিয়েছিল। সেই পথ ধরেই আগাতে চাচ্ছে বিসিসিআইও। কারণ ইন্দোর তিনটি ডিমেরিট পয়েন্ট পাওয়ায় নিষিদ্ধ হওয়ার ঝুঁকিতে আছে। পরবর্তী পাঁচ বছরের মধ্যে আর দুটি ডিমেরিট পয়েন্ট পেলেই এক বছরের জন্য নিষিদ্ধ হবে ভেন্যুটি। এবং এই সময়ের মধ্যে কোনো আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করা যাবে না।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়