ঢাকা     বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫ ||  মাঘ ২ ১৪৩১

সেরা ব্যাটসম্যান জাকের, বোলার নাজমুল

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:১৫, ৭ মার্চ ২০২৩  
সেরা ব্যাটসম্যান জাকের, বোলার নাজমুল

দেশের বড় দৈর্ঘ্যের একমাত্র ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট আসর বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) পর্দা নেমেছে মঙ্গলবার। গতবারের চ্যাম্পিয়ন সেন্ট্রাল জোনকে হারিয়ে সাউথ জোনের ঘরে গেছে শিরোপা। এ নিয়ে ষষ্ঠবারের মতো বিসিএলের শিরোপা জিতেছে সাউথ জোন।

বিপিএলের আগে দুই রাউন্ড, পরে দুই রাউন্ডের খেলা শেষে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয় কক্সবাজারে। ব্যাট-বলে এবারও দারুণ প্রতিদ্বন্দ্বিতা দেখা গেছে। ৩ সেঞ্চুরি হাঁকিয়ে জাকের আলী সর্বোচ্চ ৪৯২ রান করেছেন। সেন্ট্রাল জোনের এ ব্যাটসম্যান লিগ পর্বের তিন ম্যাচেই তিন সেঞ্চুরি পেয়েছেন। ফাইনালে তার পারফরম্যান্সের অভাবে পুড়েছে দল। জাকের না হাসায় হাসেনি তার দলও।

৯৮.৪০ গড়ে, ৫৬.১০ স্ট্রাইক রেটে এ রান করেছেন। ৩ সেঞ্চুরির সঙ্গে রয়েছে ১ ফিফটিও। টুর্নামেন্টের সর্বোচ্চ স্কোরারের পাশাপাশি টুর্নামেন্ট সেরার পুরস্কার পেয়েছেন জাকের।

আরো পড়ুন:

জাকের সবকটি ম্যাচ খেললেও সাদমান খেলতে পেরেছেন কেবল দুই ম্যাচ। জাতীয় দলের বাইরে থাকা এ ক্রিকেটার দুই ম্যাচেই নিজের কারিশমা দেখিয়েছেন। লিগ পর্বের শেষ ম্যাচে সেঞ্চুরির পর ফাইনালে তার ২৪৬ রানের ম্যারাথন ইনিংসে জিতেছে সাউথ জোন। সব মিলিয়ে ৩ ইনিংসে ৩৭৬ রান করেছেন বাঁহাতি ওপেনার।

এছাড়া তিন’শ-এর বেশি রান করেছেন সাউথ জোনের ফজলে মাহমুদ (৪৩৩) ও ইস্ট জোনের জহুরুল ইসলাম অমি (৩৩২)।

বোলারদের মধ্যে সেরা স্পিনার নাজমুল ইসলাম অপু। চ্যাম্পিয়ন দলের এই স্পিনার নিয়েছেন ১৯ উইকেট। ৬ ইনিংসে ১৯.৮৯ গড়ে এ সাফল্য পেয়েছেন। যেখানে তার ইকোনমি ছিল ২.৭৫।

এরপর ১৭ উইকেট পেয়েছেন আবু হায়দার রনি। সেন্ট্রাল জোনের পেসার ৫ ইনিংসে ১৮.১১ গড় ও ৩.৭৯ ইকোনমিতে বল হাতে দ্যুতি ছড়িয়েছেন। এছাড়া তরুণ অফস্পিনার মুশফিক হাসান ১৬ উইকেট পেয়েছেন।

বিসিবি এবার সর্বোচ্চ উইকেট শিকারি ও রান সংগ্রাহককে ১ লাখ টাকা করে পুরস্কার দিয়েছে। এছাড়া ম্যান অব দ্য টুর্নামেন্ট পেয়েছে ১ লাখ টাকা পুরস্কার।

ইয়াসিন/আমিনুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়