আর্সেনালকে রুখে দিলো স্পোর্টিং
উয়েফা ইউরোপা লিগে বৃহস্পতিবার রাতে আর্সেনালকে রুখে দিয়েছে স্পোর্টিং সিপি। শেষ ষোলোর ম্যাচটি ২-২ গোলে অমীমাংসিতভাবে শেষ হয়। অবশ্য আর্সেনালের সামনে সুযোগ রয়েছে। কারণ, ফিরতি লেগ যে তাদের মাঠে।
এদিন স্পোর্টিং সিপির মাঠে ম্যাচের ২২ মিনিটে উইলিয়াম সাবিলার গোলে এগিয়ে যায় আর্সেনাল। তবে বেশিক্ষণ তারা এগিয়ে থাকতে পারেনি। ম্যাচের ৩৪ মিনিটে স্পোর্টিংয়ের গনসালো ইনাসিও গোল করে সমতা ফেরান। এই সমতা নিয়ে শেষ হয় প্রথম ৪৫ মিনিট।
বিরতির পর পরই এগিয়ে যায় স্পোর্টিং। ৫৫ মিনিটের মাথায় পাওলিনহো গোল করে এগিয়ে নেন দলকে। তবে দুর্ভাগ্য তাদের ৬২ মিনিটের মাথায় স্পোর্টিংয়ের হিদেমাসা মোরিতা আত্মঘাতী গোল করে স্কোরলাইন ২-২ করে ফেলেন। শেষ পর্যন্ত এই সমতা আর ভাঙেনি।
ঢাকা/আমিনুল