পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আয়ারল্যান্ড দল এখন সিলেটে
পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আয়ারল্যান্ড দল ঢাকায় পৌঁছায়। দুপুরে তাদের বহনকারী বিমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখান থেকে তারা আবার চলে যায় সিলেটে।
২৭ দিনের সফরে আয়ারল্যান্ড দল বাংলাদেশের বিপক্ষে তিনটি ওয়ানডে, তিনটি টি-টোয়েন্টি ও একটি টেস্ট খেলবে।
সিলেটে ১৮ মার্চ অনুষ্ঠিত হবে প্রথম ওয়ানডে। এরপর ২০ ও ২৩ মার্চ হবে সিরিজের বাকি দুই ওয়ানডে।
সিলেট থেকে এরপর বাংলাদেশ ও আয়ারল্যান্ড দল যাবে চট্টগ্রামে। সেখানে ২৭ মার্চ প্রথম টি-টোয়েন্টি, ২৯ মার্চ দ্বিতীয় এবং ৩১ মার্চ অনুষ্ঠিত হবে তৃতীয় টি-টোয়েন্টি।
এরপর চট্টগ্রাম থেকে উভয় দল আসবে ঢাকায়। ৪ এপ্রিল থেকে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে একমাত্র টেস্ট ম্যাচটি।
এর আগে, আয়ারল্যান্ড দল ২০০৮ সালে বাংলাদেশ সফরে এসেছিল। সেবার কেবল তিনটি ওয়ানডে খেলেছিল তারা।
ঢাকা/আমিনুল