ইংল্যান্ড-অস্ট্রেলিয়া যা করে তা-ই করতে চায় বাংলাদেশ
ক্রীড়া প্রতিবেদক, চট্টগ্রাম থেকে || রাইজিংবিডি.কম
কেবলমাত্র আইপিএল খেলা নিয়েই দুশ্চিন্তা। নয়তো মাঠ ও মাঠের বাইরে সাকিব আল হাসান যেভাবে ছক্কা উড়াচ্ছেন তাতে তার চেয়ে নির্ভার আর কেউ থাকতেন না। তবে তার মাথার ওপর থেকে দুশ্চিন্তার মেঘও শুক্রবার সরে যেতে পারে।
আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচের পর বিসিবি সভাপতি তার আইপিএলে অংশগ্রহণ নিয়ে নতুন খবর দিতে পারেন। তাতে গত কয়েকদিনে বাংলাদেশ ক্রিকেটে চলা সবচেয়ে আলোচিত ইসু্যর সমাধান হয়ে যাবে। বুধবার ম্যাচের পর ঢাকায় ফিরে বৃহস্পতিবার ভারতীয় দূতাবাসে হাজির হয়ে ভিসার আনুষ্ঠানিক প্ক্রিয়া শেষ করেছেন।
বাংলাদেশের বিপক্ষে প্রথমবার পূর্ণাঙ্গ দ্বিপক্ষীয় সিরিজ খেলতে এসে আয়ারল্যান্ড নুন্যতম প্রতিদ্বন্দ্বীতা করতে না পারায় মাঠের ক্রিকেট নিয়ে আলোচনাটা কম। তবে আয়ারল্যান্ড দূর্বল তা মানতে নারাজ দলের ক্রিকেটার রনি তালুকদার। মারকুটে ওপেনার সাফ জানালেন,‘আমরা ভালো খেলছি। দলগত ভালো খেলছি।’
ওয়ানডে সিরিজ দিয়েই এই ভালো খেলা শুরু হয়েছিল। বৃষ্টিতে দ্বিতীয় ওয়ানডেতে ফল বের হয়নি। নয়তো তিন ম্যাচের সিরিজে তাদের হোয়াইটওয়াশের সূবর্ণ সুযোগ ছিল। টি-টোয়েন্টিতে সেই সুযোগটি এখনও আছে। অধিনায়ক সাকিব সেই কাজটাই করতে চান।
অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের মতো বড় দল যা করে সাকিব সেদিকেই তাকিয়ে। সিরিজ ২-০ ব্যবধানে এগিয়ে বাংলাদেশ। শুক্রবার শেষ টি-টোয়েন্টি জিতে আইরিশদের কোফিনে শেষ পেরেকটিও ঠুকে দিতে চান। টি-টোয়েন্টির বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড এবং সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার উদাহরণ টেনে সাকিব বলেছেন, ‘ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মতো দল ২-০ হওয়ার পর চেষ্টা করে প্রতিপক্ষকে ৩-০ ব্যবধানে হারাতে। আমরাও সেটা চেষ্টা করবো।’
সঙ্গে নতুন খেলোয়াড় বাজিয়ে দেখতে পারে বাংলাদেশ। উইকেট রক্ষক ব্যাটসম্যান জাকের আলী ও লেগ স্পিনার রিশাদ হোসেনকে একাদশে দেখলে অবাক হওয়ার থাকবে না। সাকিবও কিছুটা আঁচ দিয়ে রেখেছেন, ‘আমরা কিছু নতুন খেলোয়াড়কে দেখতে পারি। যদিও তারা ভালো করতে ক্ষুধার্ত থাকবে।’
বাংলাদেশ নিজেদের দেড়শতম টি-টোয়েন্টি খেলতে নামবে। বলার অপেক্ষা রাখে না, এই ফরম্যাটে বাংলাদেশের পথ চলা মসৃণ হয়নি। জিম্বাবুয়ের বিপক্ষে ২০০৬ সালে এই ফরম্যাটে জয়ে শুরু করলেও পারফরম্যান্সের ধারাবাহিকতা থাকেনি। তাইতো পরিসংখ্যান গর্ব করার মতোও নয়। ১৪৯ ম্যাচে দল জিতেছে মাত্র ৫৪ ম্যাচে। হেরেছে ৯২টি। ফল আসেনি ৩ ম্যাচে। তবে আশার কথা অধিনায়ক সাকিব বড় দল হয়ে উঠার বার্তা দিয়েছেন। বড় দলগুলো শুধু সিরিজ জেতে না, প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করে। তেমনই একটি দিনের অপেক্ষায় বাংলাদেশ। এবার আগে চারবার প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করেছে। এবার পঞ্চমের হাতছানি।
চট্টগ্রাম/ইয়াসিন/রিয়াদ