ঢাকা     বৃহস্পতিবার   ৩১ অক্টোবর ২০২৪ ||  কার্তিক ১৫ ১৪৩১

একই ব্যবধানে জিতলো ম্যানসিটি ও আর্সেনাল

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২৩, ২ এপ্রিল ২০২৩   আপডেট: ১১:২৮, ২ এপ্রিল ২০২৩
একই ব্যবধানে জিতলো ম্যানসিটি ও আর্সেনাল

শিরোপার দৌড়ে ভালোভাবেই লড়াই করছে ম্যানচেস্টার সিটি ও আর্সেনাল। আন্তর্জাতিক বিরতির পর শনিবার রাতে ইংলিশ প্রিমিয়ার লিগে মাঠে নামে দল দুটি। যথারীতি উভয় দলই জয় পেয়েছে এবং একই ব্যবধানে।

ম্যানসিটি হাইভোল্টেজ ম্যাচে আরলিং হালান্ডকে ছাড়াই লিভারপুলকে হারিয়েছে ৪-১ ব্যবধানে। অন্যদিকে আর্সেনাল ৪-১ ব্যবধানে হারিয়েছে লিডস ইউনাইটেডকে।

এই জয়ে ২৯ ম্যাচ থেকে ৭২ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট টেবিলের শীর্ষেই আছে আর্সেনাল। আর এক ম্যাচ কম খেলা ম্যানসিটি ৬৪ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে।

আরো পড়ুন:

শনিবার ঘরের মাঠে লিভারপুরের বিপক্ষে শুরুতে পিছিয়ে পড়েছিল পেপ গার্দিওলার শিষ্যরা। ১৭ মিনিটের মাথায় মোহাম্মদ সালাহ গোল করে এগিয়ে নেন দলকে। কিন্তু এরপরের গল্পটুকু নিজেদের করে লিখে নেয় ম্যানসিটি। ২৭ মিনিটে জুলিয়ান আলভারেজ গোল করে সমতা ফেরান। তাতে ১-১ গোলের সমতা নিয়ে শেষ হয় প্রথমার্ধের লড়াই।

বিরতির পর ৪৬ মিনিটে কেভিন ডি ব্রুইন গোল করে এগিয়ে নেন স্কাই ব্লুজদের। ৫৩ মিনিটে ইলকে গুনদোগান গোল পেলে ম্যানসিটি এগিয়ে যায় ৩-১ ব্যবধানে। আর ৭৪ মিনিটে জ্যাক গ্রেয়ালিশের গোলে ৪-১ ব্যবধানের জয় নিশ্চিত হয়।

এদিকে পয়েন্ট টেবিলের নিচের দিকে থাকা লিডসের বিপক্ষে প্রথমার্ধে মাত্র একটি গোল পায় আর্সেনাল। ৩৫ মিনিটে পেনাল্টি থেকে গোলটি করেন গ্যাব্রিয়েল জেসুস। বিরতির পর ৪৭ মিনিটে বেন হোয়াইটের গোলে ব্যবধান হয় ২-০। ৫৫ মিনিটে জেসুস তার জোড়া গোল পূর্ণ করলে গার্নার্সরা এগিয়ে যায় ৩-০ ব্যবধানে।

৭৬ মিনিটে লিডসের রাসমুস ক্রিস্টেনসেন গোল করে ব্যবধান কমান (৩-১)। কিন্তু ৮৪ মিনিটে গ্রানিত শাকার গোলে ৪-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে মাইকেল আর্তেতার শিষ্যরা।

ঢাকা/আমিনুল


সর্বশেষ

পাঠকপ্রিয়