সাকিবের পরিবর্তে ২.৮ কোটিতে জ্যাসন রয়কে দলে নিলো কেকেআর
নিয়মিত অধিনায়ক শ্রেয়াস আয়ার ইনজুরিতে পড়েছেন। এই মৌসুমে তার আর খেলা হচ্ছে না। শেষ মুহূর্তে সাকিব আল হাসান নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন। দুইয়ে মিলে বেশ বিপাকে পড়েছে কলকাতা নাইট রাইডার্স।
এই বিপাক থেকে উদ্ধার পেতে বুধবার তারা দলে ভিড়িয়েছে ইংলিশ ব্যাটসম্যান জ্যাসন রয়কে। ২ কোটি ৮০ লাখ রূপিতে তাকে দলে নিয়েছে কেকেআর। মূলত সাকিব আল হাসানের বদলি হিসেবেই তাকে দলে নিয়েছে কেকেআর।
রয় এর আগে ২০১৭, ২০১৮ ও ২০২১ আইপিএল মৌসুমে খেলেছিলেন। ২০২১ মৌসুমে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে পাঁচ ম্যাচ খেলে তিনি এক হাফ সেঞ্চুরিতে রান করেছিলেন ১৫০টি।
তবে ৩২ বছর বয়সী হার্ড হিটার এই ব্যাটসম্যান ইংল্যান্ডের হয়ে ৬৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ১৩৭.৬১ স্ট্রাইক রেটে রান করেছেন ১৫২২টি। ফিফটি রয়েছে ৮টি। কোনো সেঞ্চুরি নেই।
ঢাকা/আমিনুল