ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আপিল করার কথা জানিয়ে সোহাগ বলছেন, ‘দ্রুত সত্য সামনে আসবে’

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০৫, ১৫ এপ্রিল ২০২৩   আপডেট: ১৫:১১, ১৫ এপ্রিল ২০২৩
আপিল করার কথা জানিয়ে সোহাগ বলছেন, ‘দ্রুত সত্য সামনে আসবে’

ফিফা কর্তৃক নিষিদ্ধ হওয়া বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ জানিয়েছেন, দ্রুত সত্য সামনে আসবে। এ ছাড়া আইনজীবীর মাধ্যমে পাঠানো বিবৃতিতে ফিফার নিষেধাজ্ঞা ত্রুটিপূর্ণ, উদ্দেশ্যপ্রণোদিত এবং পক্ষপাতমূলক বলে সোহাগ জানিয়েছেন নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করার কথা।

বিবৃতিতে বলা হয়েছে ফিফার নিষেধাজ্ঞার বিরুদ্ধে সুইজারল্যান্ডের জুরিখে অবস্থিত আন্তর্জাতিক ক্রীড়া আদালতে আপিল করবেন তিনি।

আরো পড়ুন:

আইনজীবীর প্যাডে দেয়া বিবৃতিতে বলা হয়েছে, ফিফা আরেকটু কথা বলে ব্যাপারটি মেটাতে পারতো। এমন নিষেধাজ্ঞা কে তিনি উদ্দেশ্য প্রণোদিত মনে করেন। ফিফার যে অর্থ সংক্রান্ত লেনদেন নিয়ে অভিযোগ করেছে সেটা ফিফা আগে জেনেছে, চিঠি নিয়েছে, দ্রব্যাদির দাম সব কিছু জেনে চিঠি ইস্যু করেছে।

ফিফার অনুমতি ছাড়া কোনো কিছুই করেননি সোহাগ এমন দাবি করেছেন তার আইনজীবী।’

আর্থিক কেলেঙ্কারির অভিযোগে বাফুফের সাধারণ সম্পাদককে দুই বছরের নিষেধাজ্ঞা দিয়েছে ফিফা। শুক্রবার (১৪ এপ্রিল) এক বিবৃতিতে সোহাগের ওপর নিষেধাজ্ঞার বিষয়টি জানায় বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।

দুই বছরের নিষেধাজ্ঞার পাশাপাশি সোহাগকে ১০ হাজার সুইস ফ্রাঙ্ক জরিমানাও করা হয়, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২ লাখ টাকা।

রিয়াদ/আমিনুল

সর্বশেষ

পাঠকপ্রিয়