ঢাকা     শুক্রবার   ০১ নভেম্বর ২০২৪ ||  কার্তিক ১৭ ১৪৩১

সালাউদ্দিনের পিএস থেকে বাফুফের জিএস ইমরান

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১৩, ১৭ এপ্রিল ২০২৩   আপডেট: ২১:৩০, ১৭ এপ্রিল ২০২৩
সালাউদ্দিনের পিএস থেকে বাফুফের জিএস ইমরান

আর্থিক অনিয়মের কারণে নিষিদ্ধ হয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাধারণ সম্পাদকের দায়িত্ব থাকা আবু নাঈম সোহাগ। তার জায়গায় সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ইমরান হোসেন।

ইমরান গত সাত বছর ধরে প্রেসিডেন্ট কাজী সালাউদ্দিনের ব্যক্তিগত সহকারী হিসেবে ছিলেন। এ ছাড়া বাফুফের প্রটোকল ম্যানেজারের দায়িত্ব পালন করেছেন ইমরান। ২০১৬ সালে বাফুফেতে যোগ দেন তিনি।

সোমবার (১৭ এপ্রিল) বাফুফের নির্বাহী কমিটির মিটিংয়ে এই সিদ্ধান্ত হয়। মিটিং শেষে তার নাম ঘোষণা করেন বাফুফের সিনিয়র সভাপতি সালাম মুর্শেদি। ইমরান ভারপ্রাপ্ত হিসেবে ৩ মাস থেকে শুরু করে সর্বোচ্চ ছয় মাস দায়িত্ব পালন করবেন।

আরো পড়ুন:

গত শুক্রবার এক বিবৃতি দিয়ে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা ফিফা সোহাগকে সব ধরনের ফুটবলীয় কার্যক্রম থেকে দুই বছরের নিষেধাজ্ঞা দেয়। দুই বছরের নিষেধাজ্ঞার পাশাপাশি সোহাগকে ১০ হাজার সুইস ফ্রাঙ্ক জরিমানা করা হয়, যা বাংলাদেশি টাকায় প্রায় ১২ লাখ টাকা।

নিষিদ্ধ হওয়ার পর আইনজীবীর মাধ্যমে পাঠানো বিবৃতিতে ফিফার নিষেধাজ্ঞা ত্রুটিপূর্ণ, উদ্দেশ্য প্রণোদিত এবং পক্ষপাতমূলক বলে সোহাগ জানিয়েছেন নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করার কথা।

রিয়াদ/আমিনুল


সর্বশেষ

পাঠকপ্রিয়