টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল ও অ্যাশেজের জন্য অস্ট্রেলিয়ার দল ঘোষণা
নিরপেক্ষ ভেন্যু ইংল্যান্ডে ভারতের বিপক্ষে জুনে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলবে অস্ট্রেলিয়া। এরপর ইংল্যান্ডের বিপক্ষে খেলবে অ্যাশেজ সিরিজ। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ও অ্যাশেজ সিরিজের প্রথম দুই টেস্টের জন্য ১৭ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।
মায়ের মৃত্যুর কারণে ভারত সফর থেকে দেশে ফিরে যাওয়া অধিনায়ক প্যাট কামিন্স দলকে নেতৃত্ব দিবেন। দলে স্থান পেয়েছেন ভারত সফরে ইনজুরিতে পড়ে দেশে ফিরে যাওয়া ডেভিড ওয়ার্নারও।
৭ জুন থেকে শুরু হবে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। এরপর এজাবস্টন ও লর্ডসে শুরু হবে অ্যাশেজ সিরিজের প্রথম দুই টেস্ট। হেডিংলি, ওল্ড ট্রাফোর্ড ও ওভাল টেস্টের জন্য পরবর্তীতে দল ঘোষণা করবে অস্ট্রেলিয়া।
অস্ট্রেলিয়ার টেস্ট দল:
প্যাট কামিন্স (অধিনায়ক), স্কট বোলান্ড, আলেক্স ক্যারি, ক্যামেরুন গ্রিন, মার্কাস হ্যারিস, জশ হ্যাজলেউড, ত্রাভিস হেড, জশ ইংলিস, উসমান খাজা, মার্নাস ল্যাবুশেন, নাথান লায়ন, মিচেল মার্শ, টড মারফি, ম্যাথিউ রেন’শ, স্টিভেন স্মিথ (সহ-অধিনায়ক), মিচেল স্টার্ক ও ডেভিড ওয়ার্নার।
ঢাকা/আমিনুল