ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

ক্রিকেটারদের ঈদানন্দ

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২৮, ২২ এপ্রিল ২০২৩   আপডেট: ১৪:৪০, ২২ এপ্রিল ২০২৩
ক্রিকেটারদের ঈদানন্দ

ঈদ উৎসবে মাতোয়ারা দেশ। সাধারণ মানুষের মতো ঈদ পালন করছেন ক্রিকেটাররাও। ব্যাট-বল রেখে এখন ঈদের আনন্দ ভাগাভাগি করে নিচ্ছেন তারা। পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধবদের নিয়ে হচ্ছে তাদের ঈদানন্দ। অধিকাংশ ক্রিকেটার ফিরেছেন আপন নীড়ে। 

মাগুরা শহরের নোমানী ময়দানে সকাল ৯টায় বাবা মাশরুর রেজাসহ ঈদের নামাজ পড়েন সাকিব। পরে স্থানীয়দের সঙ্গে কুশল বিনিময় করেন। মাগুড়ায় এবার ঈদ পালন করে সবাইকে চমকে দিয়েছেন সাকিব। ধারণা করা হচ্ছিল, খেলা না থাকায় যুক্তরাষ্ট্রে স্ত্রী ও সন্তানদের কাছে ছুটে যাবেন। কিন্তু এবার সাকিব দেশে ঈদ করছেন। জানা গেছে, ঈদের পর যুক্তরাষ্ট্রে স্ত্রী ও সন্তানদের কাছে ছুটে যাবেন সাকিব।

ঈদের শুভেচ্ছা জানিয়ে সাকিব ফেসবুকে লিখেছেন, ‘আপনি যেখানেই থাকুন না কেন, আপনি এবং আপনার প্রিয়জনরা একসাথে প্রতিটি মুহূর্ত উপভোগ করুন এবং নতুন বছর সবার জন্য ভালোবাসা, সুখ এবং প্রশান্তি নিয়ে আসুক। ঈদ মোবারক!‘

আরো পড়ুন:

ঢাকায় ঈদ পালন করা তামিম ইকবাল শুভেচ্ছা জানিয়ে বলেছেন, ‘সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা…ঈদ মোবারক।’

ওমরাহ পালন করেছেন মাশরাফি বিন মুর্তজা। পরিবার নিয়ে এখনও আছেন সৌদি আরবে। মাশরাফি লিখেছেন, ‘পৃথীবির শ্রেষ্ঠ মহামানব, আমার নবীজি যিনি হাজারও কষ্ট সহে ওনার উম্মতদের জন্য শুধু মহান আল্লাহর কাছে দোয়া করেছেন আর হেদায়েত চেয়েছেন, আজ এই পবিত্র মাটিতে দাড়িয়ে রোজা আর ঈদ করতে পারা কতোটা শান্তির তা এখন বুঝতে পারছি। আল্লাহ আপনি আমাদের ক্ষমা করে রোজা এবং ওমরাহ কবুল করে নিয়েন। ঈদ মোবারক।’

ভারতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলতে যাওয়া মোস্তাফিজুর রহমান স্ত্রীকে নিয়ে ছবি পোস্ট করে লিখেছেন, ‘ঈদ মোবারক।’  

এদিকে মুশফিকুর রহিম ঈদ পালন করছেন নিজ শহর বগুড়ায়। সকাল ৮ টায় শহরের মাটিডালীর ধরমপুর ঈদগাহ মাঠে ঈদের নামাজ আদায় করেন তিনি। ঈদের নামাজে অংশ নিয়ে ফেসবুকে ছবি দিয়ে মুশফিক সবাইকে দিয়েছেন ঈদ শুভেচ্ছা,‘ আসসালামুআলাইকুম সবাইকে। ঈদ মোবারক। মহান আল্লাহ আমাদের সকল নেক আমল করার তৌফিক দান করুন।’

ময়মনসিংহে ঈদ পালন করা মাহমুদউল্লাহ লিখেছেন, ‘আপনাকে এবং আপনার পরিবারকে ঈদ মোবারক! রমজানের চেতনা সারা বছর আপনার সাথে থাকুক এবং আপনার জীবনকে কল্যাণ ও অনুগ্রহে পূর্ণ করুক।’

ঢাকার ক্রিকেটার তাসকিন আহমেদ লিখেছেন, ‘আমার পরিবার, বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের সবাইকে ঈদ মোবারক জানাই! আসুন এই শুভ দিনে এবং তার পরের দিনগুলোতেও ভালবাসা এবং উদারতা ছড়িয়ে দিতে থাকি। মহান আল্লাহ আমাদের ভালো কর্মগুলোকে কবুল করুন এবং ভালোবাসা, আনন্দ ও শান্তিতে ভরা একটি বরকতময় ঈদ দান করুন।’

বরিশালে ঈদ পালন করা মেহেদী হাসান মিরাজ ছেলের সঙ্গে তোলা ছবি শেয়ার করে লিখেছেন,‘রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ! ঈদ মোবারক সবাইকে।’

 

ঢাকা/ইয়াসিন


সর্বশেষ

পাঠকপ্রিয়