রোহিতের মুম্বাইকে হারিয়ে দুই উঠে এলো ধোনির চেন্নাই
তিন ম্যাচ পর জয় পেলো চেন্নাই সুপার কিংস। শনিবার তারা ৬ উইকেটে হারিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্সকে।
এমএ চিদাম্বরাম স্টেডিয়ামে এদিন মুম্বাই আগে ব্যাট করে ৮ উইকেট হারিয়ে ১৩৯ রান সংগ্রহ করে। জবাবে ১৪ বল ও ৬ উইকেট হাতে রেখে জয় তুলে নেয় চেন্নাই সুপার কিংস।
এদিন টস হেরে ব্যাট করতে নেমে সুবিধা করতে পারেনি মুম্বাই। তাদের মাত্র তিনজন ব্যাটসম্যান দুই অঙ্কের ঘরে রান করতে পারে। তার মধ্যে নেহাল বাধেরা সর্বোচ্চ ৬৪ রান করেন। ৫১ বলে ৮টি চার ও ১ ছক্কায় এই রান করেন তিনি।
সূর্যকুমার যাদব ২২ বলে করেন ২৬ রান। আর স্ট্রিস্টান স্টুবস করেন ২০ রান। বাকিদের কেউ দুই অঙ্কের কোটা ছুঁতে পারেননি।
বল হাতে চেন্নাইর মাথিশা পাথিরানা ৪ ওভারে ১৫ রান দিয়ে ৩টি উইকেট নেন। ম্যাচসেরাও হন তিনি। ২টি করে উইকেট নেন দীপক চাহার ও তুষার দেশপাণ্ডে।
রান তাড়া করতে নেমে শুরু থেকেই প্রভাব বিস্তার করে খেলছিল চেন্নাই। ঋতুরাজ গায়কোয়াড়ের ৩০, ডেভন কনওয়ের ৪৪, আজিঙ্কা রাহানের ২১ ও শিভাম দুবের অপরাজিত ২৬ রানের ইনিংসে ভর করে ১৮তম ওভারেই জিতে যায় চেন্নাই।
এই জয়ে ১১ ম্যাচ থেকে ১৩ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে অবস্থান নিয়েছে ধোনি-দীপকরা। ১০ ম্যাচ থেকে ১০ পয়েন্ট নিয়ে মুম্বাই আছে ষষ্ঠ স্থানে।
ঢাকা/আমিনুল