ঢাকা     মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৯ ১৪৩১

দ্বিতীয় ওয়ানডেও বৃষ্টিতে ভেসে যাওয়ার শঙ্কা 

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০০, ১২ মে ২০২৩   আপডেট: ১১:৩১, ১২ মে ২০২৩
দ্বিতীয় ওয়ানডেও বৃষ্টিতে ভেসে যাওয়ার শঙ্কা 

বেরসিক বৃষ্টি আয়ারল্যান্ডের উদ্দেশ্য পূরণ হতে দেয়নি। উলটো কেড়ে নিয়েছে সরাসরি বিশ্বকাপে খেলার স্বপ্ন। চেমসফোর্ডে দ্বিতীয় ওয়ানডেতে নামার আগেও বৃষ্টিতে ম্যাচ ভেসে যাওয়ার প্রবল আশঙ্কা রয়েছে।

চেমসফোর্ডের কাউন্টি গ্রাউন্ডে শুক্রবার বাংলাদেশ সময় বিকে ৩.৪৫ মিনিটে আয়ারল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। বিবিসির আবহাওয়া বার্তা আনুযায়ী স্থানীয় সময় সকাল ১১টা থেকে আশঙ্কা রয়েছে বৃষ্টির।

ম্যাচ ডে’তে বৃষ্টির শঙ্কা থাকলেও আগের দিন দারুণ এক অনুশীলন সেশন করেছে বাংলাদেশ। ঝলমলে রোদে নিজেদের ঝালিয়ে নিয়েছেন তামিম ইকবাল-লিটন দাসরা। প্রথম ওয়ানডেতে দুই ওপেনারই ব্যর্থ হয়েছিলেন। নেটে বেশ খানিকটা সময়ধরে তারা ব্যাটিং অনুশীলন করেন। বিরুপ আবহাওয়ার মধ্যেও ফুরফুরে আছে বাংলাদেশ শিবির।

আরো পড়ুন:

বাংলাদেশের লক্ষ্য একটাই। জয়। পেসার শরিফুল ইসলাম এমনটাই জানিয়েছেন সাংবাদিকদের, ‘অবশ্যই আমরা জয়ের জন্যই নামব। অন্য কোনো পরিকল্পনা নেই। বেসিকটাই আমরা যেন জয়টা ছিনিয়ে আনতে পারি।’

বাংলাদেশ শিবির ফুরফুরে থাকলেও আইরিশদের অবস্থান যেন শোকে পাথর। প্রথম ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হওয়াতে পয়েন্ট হারিয়েছে তারা। বাকি দুই ম্যাচ জিতলেও বিশ্বকাপের জন্য খেলতে হবে বাছাইপর্ব। আইরিশরা দ্বিতীয় ম্যাচের আগের দিন কোনো অনুশীলনই করেনি।

ওয়ানডে সুপার লিগে বাংলাদেশের অবস্থান চতুর্থ স্থানে। পয়েন্ট ১৩৫। আইরিশদের বিপক্ষে বাকি দুই ম্যাচ জিততে পারলে পয়েন্ট হবে ইংল্যান্ডের সমান ১৫৫। রানরেটে এগিয়ে থাকলে বাংলাদেশ চলে যাবে ইংল্যান্ডের জায়গায় দ্বিতীয় স্থানে।

প্রথম ম্যাচ পরিত্যক্ত হওয়াতে বাংলাদেশের ব্যাটসম্যানদের ব্যর্থতা সামনে আসেনি খুব একটা। আগে ব্যাটিং করতে নেমে তামিমরা উইকেট বিলিয়ে দিয়ে এসেছেন। থিতু হয়েও বড় ইনিংস খেলতে পারেননি। জীবন পাওয়া মুশফিকুর রহিম ফিফটি করে রক্ষা করেছেন। টেল এন্ডাররা শেষদিকে নিয়ে যান আড়াইশর কাছে। আইরিশরা যেভাবে তাড়া করছিল বৃষ্টি না হলে ফল যে কোনো কিছু হতে পারতো।

বাংলাদেশ এই ম্যাচেও নামতে পারে অপরিবর্তিত একাদশ নিয়ে। তিন পেসার তিন স্পিনার সাজানো হতে পারে একাদশ। এই ম্যাচেও মোস্তাফিজুর রহমানের খেলার সম্ভাবনা নেই বললেই চলে। খেলাটি সরাসরি দেখা যাবে আইসিসি টিভিতে। এ জন্য আইসিসির ফ্যান অ্যাকাউন্ট খুলতে হবে। 

ঢাকা/রিয়াদ


সর্বশেষ

পাঠকপ্রিয়