ঢাকা     শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১৩ ১৪৩১

অ্যাশেজের আগে ইনজুরিতে পড়লেন অ্যান্ডারসন

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৯, ১৩ মে ২০২৩   আপডেট: ১২:৪১, ১৩ মে ২০২৩
অ্যাশেজের আগে ইনজুরিতে পড়লেন অ্যান্ডারসন

অ্যাশেজ সিরিজের আগে ইনজুরি আক্রান্ত হয়েছেন ইংলিশ পেসার জেমস অ্যান্ডারসন। অবশ্য তার ইনজুরি মারাত্মক কিছু নয়।

কাউন্টি চ্যাম্পিয়নশিপে ল্যাঙ্কাশায়ারের হয়ে সামারসেটের বিপক্ষে খেলার সময় শুক্রবার দ্বিতীয় দিনে মাইনর ইনজুরিতে পড়েন তিনি। সে কারণে পরদিন তাকে আর মাঠে নামানো হয়নি। প্রথম দিন তিনি দারুণ বোলিং করেছিলেন। দ্বিতীয় দিনে পড়েন ইনজুরিতে। ল্যাঙ্কাশায়ার অবশ্য ইনজুরির ধরন কি সেটা প্রকাশ করেনি।

তবে ক্লাবটির পক্ষ থেকে তাদের এক মুখপাত্র জানিয়েছেন, ৪০ বছর বয়সী পেসার সামান্য চোটগ্রস্ত হয়েছেন। তাকে পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। বর্তমানে পর্যবেক্ষণে রাখা হয়েছে। তবে কবে নাগাদ মাঠে ফিরতে পারবেন সেটা নিশ্চিত করে বলতে পারেননি।

আরো পড়ুন:

অবশ্য সামান্য হলেও অ্যান্ডারসনের ইনজুরি ইংল্যান্ডের জন্য চিন্তার বিষয়। কারণ, ইতোমধ্যে ইনজুরিতে পড়েছেন জোফরা আর্চার ও অলি স্টোন।

আর্চার আইপিএল ছেড়ে ইতোমধ্যে দেশে ফিরে গেছেন। অ্যাশেজ শুরুর আগ পর্যন্ত তিনি বিশ্রামে এবং পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে থাকবেন। তাকে অ্যাশেজে না খেলানো হলেও যাতে ওয়ানডে বিশ্বকাপে খেলানো যায়।

১৬ জুন থেকে শুরু হবে মর্যাদাকর অ্যাশেজ সিরিজ। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড থেকে আশা করা হচ্ছে অ্যাশেজ সিরিজের আগেই আর্চার ও অ্যান্ডারসন পুরোপুরি সেরে উঠবেন। তবে অলি স্টোন একটি ম্যাচ মিস করতে পারেন। বড়জোর দ্বিতীয় টেস্টও মিস করতে পারেন। তবে তৃতীয় টেস্ট থেকে তাকে পাওয়া যাবে।

এদিকে ইংল্যান্ডের কন্ডিশনের সঙ্গে খাপ খাওয়ানোর জন্য স্টিভেন স্মিথ, মার্নাস ল্যাবুশেন ও মার্কাস হ্যারিস ইতোমধ্যে যুক্তরাজ্যে পৌঁছেছেন। চলতি মাসের শেষের দিকে দলের বাকি সদস্যরাও ইংল্যান্ডে পৌঁছাবেন। ৭ জুন আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে তারা ভারতের মুখোমুখি হবে। এরপর অ্যাশেজ সিরিজ খেলতে মাঠে নামবে।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়