ঢাকা     বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫ ||  মাঘ ১ ১৪৩১

কোহলি ভাঙলেন রেকর্ড, গেইল দিলেন অবসর ভেঙে ফেরার হুমকি

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪৫, ২২ মে ২০২৩  
কোহলি ভাঙলেন রেকর্ড, গেইল দিলেন অবসর ভেঙে ফেরার হুমকি

লিগ পর্বের শেষ ম্যাচে রোববার গুজরাট টাইটান্সের বিপক্ষে সেঞ্চুরি করেন বিরাট কোহলি। ৬১ বলে ১৩ চার ও ১ ছক্কায় ১০১ রানে অপরাজিত থাকেন তিনি। এটা তার ব্যাক টু ব্যাক সেঞ্চুরির পাশাপাশি আইপিএলে সপ্তম। এর মাধ্যমে তিনি ছাড়িয়ে যান টি-টোয়েন্টি ক্রিকেটের ইউনিভার্স বস খ্যাত ক্রিস গেইলকে।

কোহলির ইনিংসটি দেখার পর গেইল সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেন, ‘কোহলিকে নিয়ে কখনো সন্দেহ পোষণ করবেন না। অসাধারণ এক ইনিংস। খুব ভালো খেলেছো। সে তার দলকে দারুণ অবস্থানে নিয়ে গেছে।’

এরপর অবসর ভেঙে ফিরে আসা নিয়ে মজা করে বেঙ্গালুরুর সাবেক এই ক্রিকেটার বলেন, ‘বিরাট ও ফাফ এবার সত্যিই দারুণ খেলেছে। বিশেষ করে বিরাট সত্যিই অসাধারণ খেলেছে। সে ইউনিভার্স বসকে পেছনে ফেলে দিয়েছে। আমি অবসর ভেঙে ফিরে আসতেছি এবং আগামী বছর তোমার সঙ্গে দেখা হচ্ছে বিরাট।’

আরো পড়ুন:

রোববার লিগ পর্বের শেষ ম্যাচে আগে ব্যাট করে কোহলির সেঞ্চুরিতে ১৯৮ রান করেও ৬ উইকেটে হেরে বিদায় নিয়েছে বেঙ্গালুরু। কোহলির মতো শুভমান গিল ব্যাক টু ব্যাক সেঞ্চুরি করে বেঙ্গালুরুকে ছিটকে দেন প্লে-অফের গণ্ডি থেকে।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়