কোহলি-রোহিতদের সঙ্গী হলো অ্যাডিডাস
বিশ্ব বিখ্যাত ক্রীড়া সামগ্রী প্রস্তুতকারী জার্মান প্রতিষ্ঠান অ্যাডিডাস এবার যুক্ত হয়েছে ভারতীয় ক্রিকেট দলের সঙ্গে। কিট স্পন্সর হিসেবে বিরাট কোহলি-রোহিত শর্মাদের সঙ্গে যুক্ত হচ্ছে প্রতিষ্ঠানটি।
এক টুইটে বিষয়টি নিশ্চিত করেছে বিসিসিআইয়ের সাধারণ সম্পাদক জয় শাহ।
টুইটে জয় শাহ বলেন, ‘আমি কিট স্পন্সর হিসেবে অ্যাডিডাসের সঙ্গে বিসিসিআইয়ের অংশীদারিত্ব ঘোষণা করতে পেরে আনন্দিত। আমরা ক্রিকেট খেলার উন্নতির জন্য প্রতিশ্রুতিবদ্ধ।’
বর্তমানে ভারতীয় দলের কিট স্পন্সর হিসেবে আছে কিলার জিন্স। তাদের সঙ্গে চলতি মাসেই শেষ হচ্ছে চুক্তি। তার আগে এমপিএল কিট স্পন্সর ভারতীয় দলের সঙ্গে যুক্ত ছিল।
আসছে জুনে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অ্যাডিডাসের জার্সি পরেই নামবে রোহিত শর্মার দল। এ ছাড়া চলতি বছর ঘরের মাঠে আছে বিশ্বকাপ, সব মিলিয়ে দারুণ সময়ে অ্যাডিডাস ভারতীয় ক্রিকেট দলের সঙ্গে যুক্ত হলো।
এর আগে আরেকটি বিশ্ব বিখ্যাত ক্রীড়া সামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান নাইকি ভারতের সঙ্গে ১৪ বছর যুক্ত ছিল। এবার আসলো অ্যাডিডাস।
রিয়াদ/আমিনুল