ঢাকা     বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫ ||  মাঘ ১ ১৪৩১

টেস্ট চ্যাম্পিয়নশিপের চ্যাম্পিয়ন দল পাবে ১৭ কোটি টাকা

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪৮, ২৬ মে ২০২৩   আপডেট: ১৬:১০, ২৬ মে ২০২৩
টেস্ট চ্যাম্পিয়নশিপের চ্যাম্পিয়ন দল পাবে ১৭ কোটি টাকা

আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে ভারত ও অস্ট্রেলিয়া। আগামী ৭ জুন নিরপেক্ষ ভেন্যু ওভালে শুরু হবে ফাইনাল। তার আগে আজ শুক্রবার চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলের প্রাইজমানির পরিমাণ প্রকাশ করেছে আইসিসি।

চ্যাম্পিয়ন দল পাবে ১.৬ মিলিয়ন ডলার তথা ১৭ কোটি ১৫ লাখ টাকা। আর রানার্স-আপ দল পাবে ৮ লাখ ডলার তথা ৮ কোটি ৬০ লাখ টাকা।

অর্থাৎ চ্যাম্পিয়ন, রানার্স-আপ দল পাবে মোট ২.৪ মিলিয়ন ডলার। আর বাকি ৭ দল পাবে ১.৪ মিলিয়ন। অর্থা ৯ দল সব মিলিয়ে পাবে ৩.৮ মিলিয়ন ডলার।

আরো পড়ুন:

তার মধ্যে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে থাকা দক্ষিণ আফ্রিকা পাবে ৪ লাখ ৫০ হাজার ডলার। চতুর্থ স্থানে থাকা ইংল্যান্ড পাবে ৩ লাখ ৫০ হাজার ডলার। পঞ্চম স্থানে থাকা শ্রীলঙ্কা পাবে ২ লাখ ডলার।

বাকিদের মধ্যে নিউ জিল্যান্ড (ষষ্ঠ), পাকিস্তান (সপ্তম), ওয়েস্ট ইন্ডিজ (অষ্টম) ও বাংলাদেশ (নবম) প্রত্যেকে পাবে ১ লাখ ডলার করে। 

অবশ্য প্রথম আসরের (২০১৯-২০২১) মোট প্রাইজমানিও একই ছিল অর্থাৎ ৩.৮ মিলিয়ন ডলার। এবারও একই থাকলো।

ঢাকা/আমিনুল


সর্বশেষ

পাঠকপ্রিয়