ঢাকা     বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫ ||  মাঘ ১ ১৪৩১

গিল পেলেন চার পুরস্কার, জয়সাল সেরা উদীয়মান খেলোয়াড়

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪৬, ৩০ মে ২০২৩   আপডেট: ১৬:৫৮, ৩০ মে ২০২৩
গিল পেলেন চার পুরস্কার, জয়সাল সেরা উদীয়মান খেলোয়াড়

নাটকীয়তা আর রুদ্ধশ্বাস লড়াই শেষে চেন্নাই সুপার কিংসের শ্রেষ্ঠত্বের মধ্য দিয়ে শেষ হয়েছে আইপিএলের ষোলোতম আসর। এবারের আসরে দুইজন ব্যাটসম্যান পাদপ্রদীপের আলোয় দারুণভাবে নিজেদের উদ্ভাসিত করেছিলেন। তাদের একজন গুজরাট টাইটান্সের শুভমান গিল। অন্যজন রাজস্থান রয়্যালসের তরুণ তুর্কি যশস্বী জয়সাল। দুজনেই পেয়েছেন পুরস্কার।

শুভমান গিল একাই পেয়েছেন চার পুরস্কার। তিনি আইপিএলের এবারের আসরের সবচেয়ে মূল্যবান খেলোয়াড় (মোস্ট ভ্যালুয়াবল প্লেয়ার) হওয়ার পাশাপাশি অরেঞ্জ ক্যাপ তথা সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন। এছাড়া তিনি সর্বোচ্চ চার মারার পুরস্কার ও ‘গেম চেঞ্জার অব দ্য টুর্নামেন্ট’ অ্যাওয়ার্ড পেয়েছেন।

অন্যদিকে জয়সাল হয়েছেন টুর্নামেন্টের সেরা উদীয়মান খেলোয়াড়।

আরো পড়ুন:

গিল ১৭ ম্যাচ খেলে ৫৯.৩৩ গড়ে রান করেছেন সর্বোচ্চ ৮৯০। হাফ সেঞ্চুরি করেছেন ৪টি। সেঞ্চুরি ৩টি। সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ ১২৯। গুজরাটকে ব্যাক টু ব্যাক ফাইনালে তুলতে তার অবদান ছিল অসাধারণ। যদিও ফাইনালে নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি। ২০ বলে ৭ চারে খেলেন ৩৯ রানের ইনিংস।

অন্যদিকে জয়সাল ১৪ ম্যাচ খেলে ৫ হাফ সেঞ্চুরি ও ১ সেঞ্চুরিতে রান করেছেন ৬২৫টি। গড় ছিল ৪৮.০৭। সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ ছিল অপরাজিত ১০১। অবশ্য আইপিএলে নিজেকে মেলে ধরে আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দলে স্ট্যান্ডবাই হিসেবে জায়গা পেয়েছেন।

আইপিএলের পুরস্কারের পূর্ণাঙ্গ তালিকা
চ্যাম্পিয়ন: চেন্নাই সুপার কিংস
রানার্স-আপ: গুজরাট টাইটান্স
অরেঞ্জ ক্যাপ: শুভমান গিল (৮৯০ রান)
পার্পল ক্যাপ: মোহাম্মদ সিরাজ (২৮ উইকেট)
ফেয়ার প্লে: দিল্লি ক্যাপিটালস
সেরা ক্যাচ: রশিদ খান
সবচেয়ে বড় ছক্কা: ফাফ ডু প্লেসিস (১১৫ মিটার)
সবচেয়ে বেশি চার: শুভমান গিল (৮৪টি)
সবচেয়ে মূল্যবান খেলোয়াড়: শুভমান গিল
গেম চেঞ্জার: শুভমান গিল
সুপার স্ট্রাইকার: গ্লেন ম্যাক্সওয়েল
সেরা উদীয়মান খেলোয়াড়: যশস্বী জয়সাল।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়