ঢাকা     শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১২ ১৪৩১

হাসপাতাল থেকে ছাড়া পেলেন ধোনি

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫৮, ২ জুন ২০২৩  
হাসপাতাল থেকে ছাড়া পেলেন ধোনি

হাঁটুর ইনজুরিটা আগে থেকেই ছিল। কিন্তু আইপিএলে চেন্নাই সুপার কিংসকে নেতৃত্ব দিতে গিয়ে সেটাকে পাত্তা দেননি। গোটা আসর খেলেন হাঁটুতে ব্রেস লাগিয়ে। দলকে চ্যাম্পিয়ন করে অবশেষে ইনজুরির বিষয়ে সিরিয়াস হলেন।

গতকাল বৃহস্পতিবার মুম্বাইর কোকিলাবেন হাসপাতালে গিয়ে প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা করলেন। চিকিৎসকরা তাকে পরামর্শ দেন অস্ত্রোপচারের। সে অনুযায়ী তার বাম হাঁটুতে সফল অস্ত্রোপচার করা হয়েছে। এবং ভক্তদের জন্য সুখবর হলো অস্ত্রোপচার শেষেই তিনি হাসপাতাল ছেড়ে বাড়ি ফিরে গেছেন।

জানা গেছে, খেলা চালিয়ে যাবার জন্যই হাঁটুতে অস্ত্রোপচার করিয়েছেন তিনি। চেন্নাইকে চ্যাম্পিয়ন করার পর অবসর প্রসঙ্গে তাকে প্রশ্ন করা হয়েছিল। সেখানে তিনি আরও এক মৌসুম খেলার বিষয়টি জানিয়েছিলেন। আগামী মৌসুমে চেন্নাই সুপার কিংসের জার্সিতে আবারও দেখা যেতে পারে মাহিকে।

আরো পড়ুন:

ঢাকা/আমিনুল


সর্বশেষ

পাঠকপ্রিয়