টেস্ট ক্রিকেট ছাড়ার দিনক্ষণ চূড়ান্ত ওয়ার্নারের
টেস্ট ক্রিকেট থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়েছেন ডেভিড ওয়ার্নার। অস্ট্রেলিয়ার ওপেনার বড় দৈর্ঘ্যর ক্রিকেট ছাড়ার দিনক্ষণ চূড়ান্ত করে ফেলেছেন।
শনিবার বেকেনহামে দলের অনুশীলন শুরুর আগে সাংবাদিকদের ওয়ার্নার জানিয়েছেন, আগামী জানুয়ারিতে ঘরের মাঠে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে পাকিস্তানের বিপক্ষে টেস্ট দিয়ে লাল বলের ক্রিকেট থেকে অবসরে যেতে চান।
এজন্য টেস্ট চ্যাম্পিনশিপের ফাইনাল ও অ্যাশেজে যথেষ্ট ভালো করতে হবে তাকে। নয়তো দলে জায়গাই হবে না। ২০১১ সাল থেকে অস্ট্রেলিয়ার জার্সিতে নিয়মিত টেস্ট খেলছেন ওয়ার্নার। কিন্তু গত দেড় বছরে ব্যাট হাতে রীতিমত নিষ্প্রভ বাঁহাতি ব্যাটসম্যান। সবশেষ ৩২ ইনিংসে সেঞ্চুরি পেয়েছেন মাত্র একটি। ব্যাটিং গড় ছিল কেবল ২৯.৪৮ গড়ে। রান করেছেন ৯১৪ রান।
ওয়ার্নারও জানেন, কঠিন সময় পার করছেন। সামনে কঠিন পরীক্ষা দিতে হবে, ‘টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ও অ্যাশেজে ভালো করে যদি পাকিস্তান সিরিজে সুযোগ পাই, তাহলে সেখানেই টেস্ট থেকে সরে দাঁড়াব। আমি একদম পাকাপাকি বলতে পারি (এরপর) ওয়েস্ট ইন্ডিজ সিরিজ খেলব না।’
টেস্ট থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেও অস্ট্রেলিয়ার হয়ে অন্য দুই সংস্করণে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত খেলতে চান, ‘সব সময়ই বলে এসেছি, আমার শেষ ম্যাচ আমি ২০২৪ বিশ্বকাপে খেলব।’
ফর্মে ভাটার কারণে ভারতের বিপক্ষে আসন্ন টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল ও ইংল্যান্ডের বিপক্ষে অ্যাশেজ সিরিজের দলে বাড়তি ওপেনারও রেখেছে অস্ট্রেলিয়া। যদিও তাকে দলের গুরুত্বপূর্ণ অংশ মনে করেন কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড,‘ডেভের মধ্যে যা আছে, তাতে আমরা আশাবাদী। আমরা তাকে স্কোয়াডে নিয়েছি এবং আমাদের বিশ্বাস অ্যাশেজ ও টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে সে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে যাচ্ছে, আর এজন্যই সে আমাদের সঙ্গে বিমানে উঠবে।’
৩ জানুয়ারি পাকিস্তানের বিপক্ষে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে টেস্ট খেলবে অস্ট্রেলিয়া। সুযোগ পেলে ওই ম্যাচটিই তার সম্ভাব্য শেষ টেস্ট হতে পারে।
ঢাকা/ইয়াসিন