ওয়ালটন মিডিয়া কাপ টেবিল টেনিস চলতি মাসে
ফাইল ছবি
ক্রীড়াবান্ধব প্রতিষ্ঠান ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ-পিএলসি’র পৃষ্ঠপোষকতায় ও কুইন অব হার্টসের আয়োজনে চলতি মাসের শেষ সপ্তাহে শুরু হতে যাচ্ছে ‘ওয়ালটন মিডিয়া কাপ টেবিল টেনিস প্রতিযোগিতা-২০২৩।’
এক লাখ টাকা প্রাইজমানির এই প্রতিযোগিতায় কোনো নিবন্ধন ফি ছাড়াই অংশ নিতে পারবেন বিভিন্ন মিডিয়া হাউজের কর্মীরা। ২২ জুন শুরু হয়ে শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে তিন-তিনব্যাপী এই প্রতিযোগিতা চলবে ২৪ জুন পর্যন্ত।
এ বিষয়ে কুইন অব হার্টসের ব্যবস্থাপনা পরিচালক বোরহান আজাদ বলেন, ‘ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় আয়োজিত মিডিয়া কাপ ব্যাডমিন্টন বেশ জনপ্রিয়তা পেয়েছে। তারই ধারাবাহিকতায় ওয়ালটনেরই পৃষ্ঠপোষকতায় এবার আমরা আয়োজন করতে যাচ্ছি মিডিয়া কাপ টেবিল টেনিস প্রতিযোগিতা। যেখানে বিভিন্ন সংবাদমাধ্যমে কর্মরত সাংবাদিকরা নিবন্ধন ফি ছাড়াই অংশ নিতে পারবেন। প্রতিযোগিতার প্রাইজমানি থাকবে ১ লাখ টাকা। এছাড়া বিজয়ীদের জন্য ক্রেস্ট থাকবে। আগামী ২২ জুন শুরু হবে এই প্রতিযোগিতা। চলবে ২৪ জুন পর্যন্ত। ধন্যবাদ জানাচ্ছি ওয়ালটন পরিবারকে। এই আয়োজনেও আমাদের সঙ্গে থাকার জন্য।’
এই প্রতিযোগিতায় পৃষ্ঠপোষকতা করার বিষয়ে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ-পিএলসি’র জ্যেষ্ঠ নির্বাহী পরিচালক এফএম ইকবাল বিন আনোয়ার (ডন) বলেন, ‘মিডিয়া কাপ ফুটবল, মিডিয়া কাপ ব্যাডমিন্টন থেকে শুরু করে বিভিন্ন সাংবাদিক সংগঠনের সঙ্গে নিয়মিত আমরা ক্রীড়া উৎসব আয়োজন করছি। যাতে সাংবাদিকরা তাদের কাজের ভাজে কিছুটা নিরেট বিনোদন পান। খেলাধুলায় নিজেদের সম্পৃক্ত করতে পারেন। তারই ধারাবাহিকতায় এবার আমরা মিডিয়া কাপ টেবিল টেনিস প্রতিযোগিতার সঙ্গে সম্পৃক্ত হয়েছি। আশা করছি মিডিয়া কাপ ব্যাডমিন্টনের মতো এটাও সাংবাদিকদের মধ্যে জনপ্রিয়তা পাবে। সাংবাদিকরা এই প্রতিযোগিতাটাও বেশ উপভোগ করবেন।’
এই আয়োজনের সহযোগিতায় থাকবে বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশন। ইভেন্ট পার্টনার হিসেবে থাকবে মার্সেল। আর অনলাইন পার্টনার হিসেবে থাকবে রাইজিংবিডি ডটকম।
ঢাকা/আমিনুল