ঢাকা     বৃহস্পতিবার   ৩১ অক্টোবর ২০২৪ ||  কার্তিক ১৫ ১৪৩১

পাঁচ বোলার নিয়ে নামবে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৫১, ১২ জুন ২০২৩   আপডেট: ২০:৫৬, ১২ জুন ২০২৩
পাঁচ বোলার নিয়ে নামবে বাংলাদেশ

সাকিব আল হাসান নেই। আফগানিস্তানের বিপক্ষে একাদশ সাজাতে কিছুটা হলে বেগ পেতে হচ্ছে বাংলাদেশকে। তবে সাকিবের পরিবর্তে অধিনায়কত্ব পাওয়া লিটন দাস জানালেন, টেস্টে পর্যাপ্ত বোলার বাংলাদেশের আছে।

তার ভাষ‌্য, ‘সাকিব ভাই আমাদের দুই দিক থেকে ভারসাম‌্য এনে দেন। তিনি না থাকলে বিশেষ করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাটে বেশি কঠিন হয়ে যায়। কিন্তু টেস্টে আমাদের পর্যাপ্ত বোলার আছে আমাদের।’

লিটনের এই আত্মবিশ্বাসের বড় কারণ বর্তমান পেস অ‌্যাটাক। যেখানে তাসকিন, ইবাদত, শরিফুল, খালেদের সঙ্গে রয়েছেন মুশফিক হাসানের মতো প্রতিশ্রুতিশীল বোলার। আর স্পিনে ঝাণ্ডা উড়াচ্ছেন মিরাজ ও তাইজুলের মতো অভিজ্ঞ বোলার। দুয়ে মিলিয়ে আফগানিস্তানের বিপক্ষে নিজেদের বোলিং নিয়ে বেশ আত্মবিশ্বাসী অধিনায়ক।

আরো পড়ুন:

তবে এবার বাংলাদেশের পরিকল্পনা একটু ভিন্ন। মিরপুরে ভারত ও আয়ারল‌্যান্ডের বিপক্ষে সবশেষ দুই টেস্টে বাংলাদেশ স্পিন ট্র‌্যাকে খেললেও আফগানিস্তানকে আতিথেয়তা দিতে যাচ্ছে সবুজ ঘাসের উইকেটে। ২০১৯ সালের দুঃস্মৃতি বাংলাদেশ ফিরিয়ে আনতে চাইছে না, এজন‌্য নিজেদের হোম অ‌্যাডভানটেজ ব‌্যবহারের পরিবর্তে সবুজ উইকেট বানিয়েছে। সেবার স্পিন ট্র‌্যাক বানিয়েও পরাজয় এড়াতে পারেনি স্বাগতিকরা। রশিদ খান একাই ১১ উইকেট নিয়েছিলেন।

এবার আফগান সুপারস্টার নেই। তবে আফগান দল ঘোষণার আগেই বাংলাদেশ নিজেদের পরিকল্পনা সাজায়। সেই পরিকল্পনা থেকেই ঢাকা টেস্ট হতে যাচ্ছে সবুজ ঘাসের উইকেট। তবে এই পরিকল্পনা কেবল আফগানিস্তানের জন‌্য তা লিটনের কথাতেই স্পষ্ট, ‘অনেক দিন ধরেই মিরপুরে যখন খেলা হয়, ঘূর্ণি উইকেটেই বেশিরভাগ হয়। আমাদের চ্যালেঞ্জ এটাই আমরা ঘাসের উইকেটে কীভাবে ভালো খেলি৷ এটাই এখন বিষয় যে, আমরা এখানে কীভাবে টিকে থাকতে পারি, বড় ইনিংস খেলতে পারি। এই পরিকল্পনাটা কেবল এই সিরিজের জন‌্যই করা হয়েছে। সামনে যে সিরিজ আসবে তখন ওই সিরিজের পরিকল্পনা হবে।’

লিটন পাঁচ বোলার নিয়ে নামবে তা একাধিকবার নিজের কথায় বুঝিয়ে দিয়েছেন, ‘এরকম দলের সঙ্গে আপনি একটা নরমাল ইভেন উইকেটে খেলবেন, এটাই স্বাভাবিক। আপনি যখন ইভেন উইকেটে খেলবেন, আপনার হাতে পাঁচ বোলার না থাকলে কিন্তু খুব কঠিন। আমি সবসময় প্রেফার করি, যখন ইভেন উইকেটে খেলা হবে তখন দলে পাঁচটা বোলার নিতে।’

সেক্ষেত্রে একাদশে দুয়ের বেশি পেসার ও দুজন স্পিনার থাকছেই। পেস বোলিংয়ে ইবাদতের সঙ্গী হতে পারেন খালেদ ও শরিফুল। তাসকিন কেবলই ইনজুরি থেকে ফিরেছেন। বিশ্বকাপের আগে তাকে টেস্ট খেলিয়ে ঝুঁকি নেবে কি না টিম ম‌্যানেজমেন্ট তা বিরাট প্রশ্ন। এছাড়া স্পিনে তাইজুলের সঙ্গী হবেন মিরাজ। যাকে সাতে খেলানোর পরিকল্পনা বিসিবির।

সবুজ ঘাসের এই উইকেটে খেলতে আফগানিস্তানের কোনো আপত্তি নেই তা শহীদির কথায় ফুটে উঠে, ‘উইকেট যেটা দেখলাম, মনে হচ্ছে তারা সবুজ উইকেট তৈরি করেছে। এতে আমাদের আপত্তি নেই। আমাদের ভালোমানের সিম বোলার আছে। সঙ্গে ভালো স্পিন অপশনও রয়েছে।’

ঢাকা/ইয়াসিন


সর্বশেষ

পাঠকপ্রিয়