ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

তামিমের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না পাপনসহ বিসিবির কোনো কর্তা

ক্রীড়া প্রতিবেদক, চট্টগ্রাম থেকে || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫২, ৬ জুলাই ২০২৩   আপডেট: ১৩:০৫, ৬ জুলাই ২০২৩
তামিমের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না পাপনসহ বিসিবির কোনো কর্তা

ফিটনেস নিয়ে অযাচিত ব্যাখা দিয়ে তোপের মুখে ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। প্রথম ওয়ানডে শেষে ডেকেছেন জরুরি সংবাদ সম্মেলন। বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রামের একটি হোটেলে হবে এই সংবাদ সম্মেলন। 

তামিম যে সংবাদ সম্মেলন ডেকেছেন এটা তার নিজ উদ্যোগে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনসহ নীতি নির্ধারনী পর্যায়ের কোনো কর্তা অবগত ছিলেন না এই সংবাদ সম্মেলন সম্পর্কে। গণমাধ্যমের বদৌলতে জানার পর বিসিবি কর্তারা চেষ্টা করেও তার সঙ্গে যোগাযোগ করতে পারেননি। 

বিসিবির এক পরিচালক রাইজিংবিডিকে বলেছেন, ‘বোর্ড প্রেসিডেন্টসহ আমরা নানাভাবে চেষ্টা করেছি যোগাযোগ করার জন্য। কিন্তু তাকে আমরা পাইনি। সিরিজের মাঝে এমন সংবাদ সম্মেলনও আমরা আশা করিনি। তামিম কি বলে আমরা শোনার অপেক্ষায় আছি।’

মূলত পুরোপুরি ফিট না হয়েও তামিমের খেলার সিদ্ধান্ত নিয়ে ঝামেলার সূত্রপাত। সে কারণে মাঠের খেলার চেয়েও বেশি আলোচিত ইস্যু হয়ে দাঁড়ায় তার ফিটনেস। খোদ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ক্ষিপ্ত হন তামিমের এমন সিদ্ধান্তে। সভাপতি জানিয়েছেন, তামিমকেই পরিষ্কার করতে হবে সে কি বলতে চায়।

এখন যেন সেই পথেই হাঁটছেন ওয়ানডে অধিনায়ক। নিজের অবস্থান পরিষ্কার করবেন নিজেই। দুপুর দেড়টায় তিনি সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলবেন।

ঢাকা/আমিনুল


সর্বশেষ

পাঠকপ্রিয়