ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

তামিমের অবসর অপ্রত্যাশিত, শকিং নিউজ: বিসিবি

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২৪, ৬ জুলাই ২০২৩   আপডেট: ১৪:২৮, ৬ জুলাই ২০২৩
তামিমের অবসর অপ্রত্যাশিত, শকিং নিউজ: বিসিবি

হুট করেই তামিম ইকবাল আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রামে নিজের আয়োজিত এক সংবাদ সম্মেলনে তামিম টেস্ট ও ওয়ানডে ক্রিকেট ছাড়ার ঘোষণা দেন। ১২ মাস আগে তামিম ছেড়েছিলেন টি-টোয়েন্টি ক্রিকেট। এরপর শুধু টেস্ট ও ওয়ানডে চালিয়ে যাচ্ছিলেন। কিন্তু আজ হুট করেই একসঙ্গে দুই ফরম্যাটের ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন দেশের ক্রিকেটের ধ্রুবতারা।

অবসরের ঘোষণা দিয়ে তামিম বলেছেন, ‘গতকাল আফগানিস্তানের বিপক্ষে আমি আমার শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছি। আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিচ্ছি। এই সিদ্ধান্ত এখন থেকেই কার্যকর হতে যাচ্ছে।’

আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ চলাকালীন এমন সিদ্ধান্ত কোনোভাবেই ভালোভাবে নেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গতকাল বৃষ্টিবিঘ্নিত ম্যাচ বাংলাদেশ হেরে যায় ১৭ রানের ব্যবধানে। কয়েক ঘণ্টা ব্যবধানে তামিমের এমন ঘোষণায় স্রেফ অবাক বিসিবির পরিচালকরা।

আরো পড়ুন:

ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস রাইজিংবিডিকে বলেছেন, ‘আমরা লাইভে তামিমের সিদ্ধান্ত শুনেছি। আন্তর্জাতিক ক্রিকেট থেকে তার অবসরের সিদ্ধান্ত আমাদের কাছে অপ্রত্যাশিত। শকিং নিউজ। খুবই প্রি-ম্যাচুউর সিদ্ধান্ত। হেসে খেলে দুই বছর খেলতে পারত। বোর্ড থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে।’

ইয়াসিন/আমিনুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়