ঢাকা     রোববার   ২২ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

চতুর্থ টেস্টের জন্য ইংল্যান্ডের দল ঘোষণা

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২৩:০৪, ১১ জুলাই ২০২৩  
চতুর্থ টেস্টের জন্য ইংল্যান্ডের দল ঘোষণা

হেডিংলি টেস্ট জিতে সিরিজ জয়ের আশা বাঁচিয়ে রেখেছে ইংল্যান্ড। আগামী ১৯ জুলাই থেকে ম্যানচেস্টারে শুরু হবে সিরিজের চতুর্থ টেস্ট। এই টেস্টকে সামনে রেখে আজ মঙ্গলবার ১৪ সদস্যের দল ঘোষণা করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

দলে কোনো পরিবর্তন আনা হয়নি। তৃতীয় টেস্টে পেসার অলি রবিনসন পিঠের সমস্যায় পড়লেও তিনি আছেন চতুর্থ টেস্টের দলে। এছাড়াও যথারীতি আছেন ড্যান লরেন্স।

জনি বেয়ারস্টোর সময়টা ভালো না গেলেও তিনিও আছেন দলে। হেডিংলি টেস্টের এক ইনিংসেও তিনি ১২ রানের বেশি করতে পারেননি। এছাড়া সবশেষ ছয় ইনিংসে তার ব্যাটিং গড় ২৩.৫০। ফিফটি মাত্র ১টি।

আরো পড়ুন:

সে কারণে বেয়ারস্টোর জায়গায় বেন ফকসকে সুযোগ দেওয়ার পক্ষে ছিলেন অনেকে। তাছাড়া কাউন্টি চ্যাম্পিয়নশিপে ফকসের পারফরম্যান্স মুগ্ধ হওয়ার মতো। লাল বলে ৪৩.৮১ গড়ে তিনি করেছেন ৪৮২ রান। কিন্তু কোচ ব্রেন্ডান ম্যাককালাম ও অধিনায়ক বেন স্টোকস তাকে সুযোগ দেননি চতুর্থ টেস্টেও।

ইংল্যান্ডের চতুর্থ টেস্টের স্কোয়াড:
বেন স্টোকস, মঈন আলী, জেমস অ্যান্ডারসন, জোনাথন বেয়ারস্টো, স্টুয়ার্ট ব্রড, হ্যারি ব্রুক, জ্যাক ক্রাউলি, বেন ডাকেট, ড্যান লরেন্স, অলি রবিনসন, জো রুট, জশ টাং, ক্রিস ওকস ও মার্ক উড।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়