ঢাকা     শুক্রবার   ০৮ নভেম্বর ২০২৪ ||  কার্তিক ২৪ ১৪৩১

বিশ্বকাপের সূচিতে পরিবর্তন হবে, কাজ করছে আইসিসি ও বিসিসিআই

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:২৯, ২৭ জুলাই ২০২৩  
বিশ্বকাপের সূচিতে পরিবর্তন হবে, কাজ করছে আইসিসি ও বিসিসিআই

২০২৩ ওয়ানডে বিশ্বকাপের সময়সূচিতে কয়েকটি পরিবর্তন করা হবে, বিসিসিআই সচিব জয় শাহ এ খবর নিশ্চিত করেছেন। সংশোধিত সূচি কয়েক দিনের মধ্যে আইসিসির সাথে পরামর্শ করে চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন তিনি।

বিশ্বকাপের ঠিক ১০০ দিন আগে আইসিসি সূচি প্রকাশ করেছিল। বিশ্বকাপের ভেন্যুগুলো নিশ্চিতের পাশাপাশি অংশগ্রহণকারী দলগুলো কোথায় কখন হবে তা চূড়ান্ত করেছিল আইসিসি। কিন্তু হঠাৎ শোনা যায় ভারত ও পাকিস্তানের খেলার সূচি পরিবর্তন করা হবে।

আগামী ১৫ অক্টোবর আহমেদাবাদে মুখোমুখি হওয়ার কথা দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের। কিন্তু সেদিন নবরাত্রি উৎসব থাকায় ম্যাচ আয়োজন করা কষ্টসাধ্য হয়ে দাঁড়াচ্ছে আয়োজকদের জন্য। এছাড়া শোনা যাচ্ছে, বেশ কিছু বোর্ডও সূচি পরিবর্তন করার জন্য অনুরোধ করেছে। জয় শাহ দলগুলোর নাম বলেননি, তবে লজিস্টিক চ্যালেঞ্জের কথা জানিয়ে বিসিসিআইকে সূচি পরিবর্তনের অনুরোধ করেছেন।

বৃহস্পতিবার (২৭ জুলাই) জয় শাহ দিল্লিতে এক বৈঠক থেকে বেরিয়ে বলেছেন, ‘শিডিউলে কিছু পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। বেশ কয়েকটি পূর্ণ সদস্য দেশ সময়সূচিতে দুই বা তিনটি তারিখ পরিবর্তনের অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছে। আমরা আইসিসির সঙ্গে কাজ করছি এবং আমরা দুই বা তিন দিনের মধ্যে এটি পরিষ্কার করতে সক্ষম হব।’

তিনি আরো যোগ করেন, ‘দুই-তিনটি বোর্ড লজিস্টিক চ্যালেঞ্জের কারণে সূচি পরিবর্তন করতে বলেছে। কিছু ম্যাচ আছে যেখানে মাত্র দুই দিনের ব্যবধান থাকে, তাই খেলা এবং পরের দিন ভ্রমণ করা কঠিন হবে।’

তিনি ধারণা দিয়েছেন, ম্যাচের ভেন্যু একই থাকবে। শুধুমাত্র সূচি পরিবর্তন হবে, ‘যতদূর সম্ভব, আমরা ম্যাচের পাশাপাশি ভেন্যু পরিবর্তন না করার দিকে নজর দিচ্ছি। ভেন্যু পরিবর্তন না করা খুবই গুরুত্বপূর্ণ। যে দলের ম্যাচের মধ্যে ছয় দিনের ব্যবধান আছে, আমরা তা কমিয়ে চার-পাঁচ দিনে করার চেষ্টা করছি; আর যেগুলোর ব্যবধান মাত্র দুই দিনের, আমরা চেষ্টা করছি তিন দিন করার।’

ইয়াসিন/কেআই


সর্বশেষ

পাঠকপ্রিয়