ঢাকা     বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১২ ১৪৩১

হারমানপ্রীতের নিষেধাজ্ঞায় আপিল করবে না বিসিসিআই, উল্টো করবে জিজ্ঞাসাবাদ

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৭, ২৮ জুলাই ২০২৩   আপডেট: ১৪:৫৪, ২৮ জুলাই ২০২৩
হারমানপ্রীতের নিষেধাজ্ঞায় আপিল করবে না বিসিসিআই, উল্টো করবে জিজ্ঞাসাবাদ

ভারত সাধারণত তাদের কোনো ক্রিকেটার নিষেধাজ্ঞার মুখে পড়লে সেটার বিরুদ্ধে আপিল করে। কিন্তু বাংলাদেশে এসে বাজে আচরণ করে আইসিসির নিষেধাজ্ঞার মুখে পরা নারী দলের অধিনায়ক হারমানপ্রীত কৌরর নিষেধাজ্ঞার বিষয়ে আইসিসির কাছে আপিল করবে না ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (বিসিসিআই)। উল্টো তাকে জিজ্ঞাসাবাদ করার সিদ্ধান্ত নিয়েছে তারা।

বিসিসিআই সভাপতি রজার বিনি ও হেড অব ক্রিকেট ভিভিএস লক্ষ্মণ বাংলাদেশ সফরে এসে তার বাজে আচরণের বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করবে। বৃহস্পতিবার এমনটাই জানিয়েছেন সেক্রেটারি জয় শাহ। তিনি বলেছেন, ‘বাংলাদেশের বিপক্ষে তৃতীয় ওয়ানডে ম্যাচে হারমানপ্রীতের বাজে আচরণের বিষয়ে তাকে সভাপতি রজার বিনি ও লক্ষ্মণ জিজ্ঞাসাবাদ করবেন।’

গেল মঙ্গলবার আইসিসি ভারতীয় নারী ক্রিকেট দলের অধিনায়ককে দুই ম্যাচ নিষিদ্ধ করে। পাশাপাশি ম্যাচ ফি এর ৭৫ শতাংশ জরিমানা করে। এবং তাকে তিনটি ডিমেরিট পয়েন্টও দেয়।

আরো পড়ুন:

এই নিষেধাজ্ঞার ফলে ভারতের হয়ে আসন্ন এশিয়ান গেমসে দুই ম্যাচ খেলতে পারবেন না তিনি।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়