ঢাকা     বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১০ ১৪৩১

গোল করিয়ে ও করে অভিষেক রাঙালেন বেনজেমা

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০১, ২৮ জুলাই ২০২৩  
গোল করিয়ে ও করে অভিষেক রাঙালেন বেনজেমা

আল-ইত্তিহাদে অভিষেকটা দারুণভাবে রাঙালেন করিম বেনজেমা। গোল করালেন এবং নিজেও গোল করলেন। তার অভিষেক ম্যাচে কিং সালমান ক্লাব কাপে ২-১ গোলে এস্পারান্সে স্পোর্টিভে ডি তিউনিসকে (ইএস তিউনিস) হারিয়েছে ইত্তিহাদ।

যদিও শুরুতে পিছিয়ে পড়েছিল তারা। ম্যাচের ২৬ মিনিটেই স্পোর্টিভের ওসামা বোঙ্গুয়েরা গোল করে এগিয়ে নেন ইএস তিউনিসকে। তবে বেশিক্ষণ তাদের এগিয়ে থাকতে দেয়নি ইত্তিহাদ। ম্যাচের ৩৫ মিনিটে বেনজেমার অ্যাসিস্টে আব্দের রাজ্জাক হামদাল্লাহ গোল করে সমতা ফেরান।

বিরতির পর ৫৫ মিনিটে ডি বক্সের বাইরে থেকে দূরের পোস্টকে লক্ষ্য করে নেওয়া বেনজেমার নিখুঁত শট জালে জড়ালে এগিয়ে যায় ইত্তিহাদ। শেষ পর্যন্ত সাবেক রিয়াল তারকার গোলে ২-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে সৌদি প্রো লিগের ক্লাবটি।

আরো পড়ুন:

কিং ক্লাব কাপে সোমবার সিএস এসফ্যাক্সিয়েনের মুখোমুখি হবে বেনজেমাদের আল-ইত্তিহাদ। আর বুধবার গ্রুপপর্বের শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ ইরাকের ক্লাব আল-শোরতা।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়