ঢাকা     রোববার   ২২ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

স্মিথের পর কামিন্স-মারফির লড়াইয়ে অস্ট্রেলিয়ার লিড 

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০১:৪৯, ২৯ জুলাই ২০২৩   আপডেট: ০১:৫০, ২৯ জুলাই ২০২৩
স্মিথের পর কামিন্স-মারফির লড়াইয়ে অস্ট্রেলিয়ার লিড 

স্টিভেন স্মিথ যখন অষ্টম ব্যাটার হিসেবে আউট হন তখন ইংল্যান্ড থেকে ৪৪ রানে পিছিয়ে ছিল অস্ট্রেলিয়া। এরপর শুরু হয় টড মারফিকে নিয়ে প্যাট কামিন্সের লড়াই, তারা ক্ষান্ত হন ইংলিশদের রান টপকে উলটো লিড দিয়ে।

দ্য ওভালে অ্যাশেজের শেষ টেস্টের দ্বিতীয় ইনিংস খেলতে নেমে অস্ট্রেলিয়া ২৯৫ রানে অলআউট হয়। অজিদের অলআউটের সঙ্গে ইতি ঘটে দ্বিতীয় দিনের খেলারও। দিন শেষে সফরকারীদের লিড ১২। এর আগে প্রথম ইনিংসে ২৮৩ রানে অলআউট হয় ইংল্যান্ড।

৬১ রানে ১ উইকেটে ভালো অবস্থায় দিন শুরু করেও অজিরা মাঝপথে খেই হারিয়ে ফেলে। স্মিথ এক প্রান্তে থেকে একাই লড়ছিলেন। তার ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৭১ রান। স্মিথ আউটের পর অজিদের ইনিংস শেষ ধরে নিলেও সেটি হতে দেননি কামিন্স-মারফি।

আরো পড়ুন:

দুজনে নবম উইকেটের জুটিতে যোগ করেন ৬৮ বলে ৪৯ রান। কামিন্স ৩৬ ও মারফি ৩৪ রান করে সাজঘরে ফেরেন। মারফির আউটে জুটি ভাঙার পর কামিন্সও বেশিক্ষণ থাকতে পারেননি। ইংলিশদের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন ক্রিস ওকস। ২টি করে উইকেট নেন স্টুয়ার্ট ব্রড ও মার্ক উড।

ঢাকা/রিয়াদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়