ঢাকা     বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১০ ১৪৩১

আল-ইত্তিহাদকে কোয়ার্টার ফাইনালে তুললেন বেনজেমা

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৫, ৩১ জুলাই ২০২৩  
আল-ইত্তিহাদকে কোয়ার্টার ফাইনালে তুললেন বেনজেমা

কিংস সালমান কাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে সৌদি প্রো লিগের ক্লাব আল-ইত্তিহাদ। আর সেটা সম্ভব হয়েছে তাদের নতুন সাইনিং করিম বেনজেমার গোলে ভর করে।

শেষ গ্রুপপর্বের দ্বিতীয় ম্যাচে রোববার রাতে তারা ১-০ গোলে হারিয়েছে তিউনিসিয়ার ক্লাব স্পোর্টিফ এসফ্যাক্সিয়েনকে। জয়সূচক একমাত্র গোলটি করেছেন করিম বেনজেমা।

ম্যাচের ৬৩ মিনিটে ডি বক্সের মধ্যে বল পেয়ে হেডে করিম বেনজেমাকে দেন তার সতীর্থ। তিনি বলটি ডান পায়ে রিসিভ করে ঘুরে দূরের পোস্টে শট নেন। সেটি পোস্টে লেগে ডানদিকে ঘুরে কাছের পোস্ট দিয়ে জালে জড়ায়। গোলরক্ষকের পেছন দিয়ে বল যাওয়ায় তিনি ধরার সুযোগ পাননি।

আরো পড়ুন:

গ্রুপপর্বের শেষ ম্যাচে তারা ইরাকি ক্লাব আল-শোর্তার মুখোমুখি হবে বুধবার সন্ধ্যায়। তারা অবশ্য ২ ম্যাচের একটিতে জিতে ও ১টিতে ড্র করে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে আছে।

আগামী ৫ আগস্ট শনিবার রাতে কোয়ার্টার ফাইনালে ‘বি’ গ্রুপের রানার্স-আপ দলের মুখোমুখি হবে বেনজেমারা।

প্রথম ম্যাচে বেনজেমার গোল ও অ্যাসিস্টে তিউনিসার আরেক ক্লাব এসপেরেন্সি ডি তিউনিসকে ২-১ গোলে হারায় আল-ইত্তিহাদ।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়