ঢাকা     বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫ ||  মাঘ ২ ১৪৩১

আবার ব্যাটিংয়ে ফিরেছেন কেন উইলিয়ামসন

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২৫, ১ আগস্ট ২০২৩  
আবার ব্যাটিংয়ে ফিরেছেন কেন উইলিয়ামসন

আইপিএলের উদ্বোধনী ম্যাচেই ইনজুরিতে পড়েছিলেন কেন উইলিয়ামসন। সেই ইনজুরির কারণে চার মাস মাঠের বাইরে থাকতে হয়েছে তাকে। অবশেষে আবার ব্যাটিংয়ে ফিরেছেন তিনি।

আজ মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে তিনি একটি ভিডিও পোস্ট করেন। সেখানে দেখা যায় নেটে ব্যাটিং করছেন অভিজ্ঞ এই ক্রিকেটার।

চলতি বছরের ৩১ মার্চ আইপিএলে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে গুজরাট টাইটান্সের হয়ে খেলার সময় ডান হাঁটুর লিগামেন্টের ইনজুরিতে পড়েন উইলিয়ামসন। ডিপ স্কয়ার লেগে লাফিয়ে উঠে ক্যাচ ধরতে গিয়ে তিনি বাজেভাবে পড়ে যান। এরপর মেডিকেল স্টাফদের কাঁধে চড়ে মাঠ ছাড়েন তিনি।

আরো পড়ুন:

এক পড়ে যাওয়ায় পুরো আইপিএল থেকে ছিটকে যান। এমনকি তাকে নিয়ে তখন শঙ্কা করা হয়েছিল ওয়ানডে বিশ্বকাপেও খেলতে পারবেন না। বলা হয়েছিল তিনি যদি বিশ্বকাপে খেলতে নাও পারেন তাহলে মেন্টর হিসেবে নিউ জিল্যান্ড দলের সঙ্গে ভারত যাবেন।

এপ্রিল মাসে নিউ জিল্যান্ডে তার ইনজুরির অস্ত্রোপচার হয়। জুনে জানা যায় উইলিয়ামসন বিশ্বকাপে খেলার আশা ছাড়ছেন না। তিনি দ্রুত সেরে উঠছেন। এবং সেরে উঠে নেটে ব্যাটিংও শুরু করে দিয়েছেন।

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে আগামী ৫ অক্টোবর মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড ও রানার্স-আপ নিউ জিল্যান্ড।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়